Logo
Logo
×

রাজনীতি

রাখাল রাহার বিষয়ে সরকারকে আর ছাড় দেওয়া হবে না : সারজিস আলম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১০:২৬ পিএম

রাখাল রাহার বিষয়ে সরকারকে আর ছাড় দেওয়া হবে না : সারজিস আলম

ছবি : সংগৃহীত

পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির অন্যতম সমন্বয়ক রাখাল রাহাকে (সাজ্জাদুর রহমান) ‘ভণ্ড বুদ্ধিজীবী’ আখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, "সরকারকে অনেক ছাড় দেওয়া হয়েছে, এবার আর নয়।"

সোমবার (১০ মার্চ) বিকেলে সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।

সারজিস লিখেছেন, "এই তথাকথিত বুদ্ধিজীবী রাখাল রাহা আমার ধর্ম ও নবী (সাঃ) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন। পাশাপাশি, শিক্ষা উপদেষ্টার পরিচয় ব্যবহার করে দুর্নীতির অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।"

তিনি আরও বলেন, "সরকারকে বলছি, সময় শেষ হওয়ার আগেই যথাযথ তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। রাখাল রাহা ইস্যুতে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই যথেষ্ট ছাড় দিয়েছে, এবার আর কোনো ছাড় দেওয়া হবে না।"

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার পাঠ্যবই সংশোধন ও পরিমার্জনের উদ্যোগ নেয়। এ লক্ষ্যে গঠিত কমিটিতে লেখক ও গবেষক সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহাকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়। তবে তার ভূমিকা নানা বিতর্কের জন্ম দেয়।

পরবর্তীতে, ধর্মীয় অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়, যা আরও বিতর্কের সৃষ্টি করেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন