নিউ ইয়র্কে উইনের মৃত্যু, পুলিশের বডি ক্যামের ভিডিও প্রকাশ
অনলাইন
প্রকাশ: ২০ মে ২০২৪, ০২:৪৫ পিএম
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ উইন রোজারিও বাড়ির রান্নাঘরে মা ও ছোট ভাইয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হওয়ার ৩৬ দিন পর ভিডিও প্রকাশ করা হয়েছে। শুক্রবার পুলিশের বডি ক্যামেরার ভিডিও প্রকাশ করেন নিউ ইয়র্ক রাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশা জেমস। ভিডিও দেখে কান্নায় ভেঙে পড়েন উইনের মা নট্যান আভা কোস্টা, বাবা ফ্রান্সিস রোজারিও ও ছোট ভাই উৎস রোজারিও।
এ ঘটনায় উউনের পরিবারের এক বিবৃতিতে বলা হয়, ‘এক মাসের বেশি আগে উইনকে হারিয়েছি আমরা। আমাদের হৃদয় ভেঙে গেছে। প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ তার শূন্যতা গভীর বেদনার সঙ্গে অনুভব করছি। নিদারুণ এই কষ্ট থেকে পরিত্রাণ পাচ্ছি না। এ ভিডিও জনসম্মুখে প্রকাশের প্রয়োজন নেই।’
বিবৃতিতে বলা হয়, ‘যে ভিডিও প্রকাশ হয়েছে তাতে পুরোপুরি স্পষ্ট যে উইনের বেঁচে থাকা উচিত ছিল। কিন্তু পুলিশ এসে আমাদের রান্নাঘরে তাকে হত্যা করল। আমাদের এবং উইনের সুরক্ষার পরিবর্তে পুলিশ কর্মকর্তারা উইনকে অত্যন্ত ঠাণ্ডা মাথায় গুলি করার মত পরিস্থিতি তৈরি করলেন। তাই আমরা চাইছি, এ দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হোক এবং যত দ্রুত সম্ভব তাদের বিচারের আওতায় আনা হোক।’
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের ভাষ্য অনুযায়ী, মানসিক ভারসাম্যহীন উইন রোজারিও গত ২৭ মার্চ দুপুরে নিউ ইয়র্ক সিটির ওজোনপার্ক এলাকায় তাদের বাসায় তার মা ও ভাইয়ের সঙ্গে অস্বাভাবিক আচরণ করলে ৯১১ এ ফোন করে পুলিশের সহায়তা চাওয়া হয়। নিউ ইয়র্ক পুলিশের দুই কর্মকর্তা বাসায় এসে উইনকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে পুলিশ টেজার ব্যবহার করে।