Logo
Logo
×

প্রবাস

লিবিয়ায় নির্যাতনের শিকার ২৭ বাংলাদেশি শ্রমিক, সরকারের সাহায্য চেয়ে বাঁচার আকুতি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩২ পিএম

লিবিয়ায় নির্যাতনের শিকার ২৭ বাংলাদেশি শ্রমিক, সরকারের সাহায্য চেয়ে বাঁচার আকুতি

ছবি : সংগৃহীত

ভাগ্য পরিবর্তনের আশায় লিবিয়ায় পাড়ি জমালেও চরম নির্যাতনের শিকার হচ্ছেন ২৭ বাংলাদেশি শ্রমিক। তারা দীর্ঘদিন ধরে বেতন-বোনাস পাচ্ছেন না, যার ফলে খাদ্য সংকট ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া, তাদেরকে পরিবারের সঙ্গে যোগাযোগ করতেও দেওয়া হচ্ছে না। শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে গোপনে পাঠানো একটি ভিডিও বার্তায় তারা বাঁচার আকুতি জানিয়েছেন। জানা গেছে, তারা সবাই লিবিয়ার রাজধানী ত্রিপলীর মিশরাতা এলাকায় একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মরত।

ভিডিও বার্তায় শ্রমিকরা অভিযোগ করেন, রিক্রুটিং এজেন্সি ও নিয়োগকর্তা তাদের সঙ্গে প্রতারণা করেছে। তারা বেতন-বোনাস না পাওয়ার পাশাপাশি নানা নির্যাতনের শিকার হচ্ছেন। এ অবস্থায় বাংলাদেশের সরকার প্রধানের হস্তক্ষেপ চেয়ে তাদের উদ্ধারের আহ্বান জানিয়েছেন।

ভুক্তভোগী ২৭ শ্রমিকের মধ্যে রয়েছেন হবিগঞ্জ, দিনাজপুর, টাঙ্গাইল, রাজবাড়ী, কুষ্টিয়া, নওগাঁ, বগুড়া, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, গাজীপুর ও ঝিনাইদহসহ বিভিন্ন জেলার বাসিন্দারা। তাদের মধ্যে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউপির টেকারঘাট গ্রামের আলামিন মিয়া নিজেসহ সবার মুক্তির দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদন জমা দিয়েছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন