Logo
Logo
×

প্রবাস

লিবিয়ায় মানব পাচারের শিকার পাঁচ বাংলাদেশি দেশে ফিরলেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৫ পিএম

লিবিয়ায় মানব পাচারের শিকার পাঁচ বাংলাদেশি দেশে ফিরলেন

ছবি : সংগৃহীত

উন্নত জীবন ও ভালো কাজের আশায় ইউরোপের পথে রওনা হয়েছিলেন পাঁচ বাংলাদেশি। কিন্তু পাচারকারীদের প্রতারণায় পড়ে তারা লিবিয়ায় পৌঁছান, যেখানে তাদের ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। স্থানীয় মাফিয়ার হাতে তুলে দেওয়া হলে তারা চরম নির্যাতনের শিকার হন এবং মুক্তিপণের জন্য তাদের পরিবারের ওপর চাপ সৃষ্টি করা হয়।

দীর্ঘ এই দুঃস্বপ্ন কাটিয়ে অবশেষে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় টার্কিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে আলজেরিয়া থেকে দেশে ফেরেন তারা।

ফেরত আসা পাঁচজন হলেন মুন্সিগঞ্জের মোস্তাকিন সরকার, শেরপুরের মোজাম্মেল হক, মাদারীপুরের জিহাদ ফকির, রোমান হাওলাদার ও ইয়াসিন হাওলাদার। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও আলজেরিয়ায় বাংলাদেশ দূতাবাসের সহায়তায় দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।

এর আগে, একই ধরনের পাচারের শিকার আরও আট বাংলাদেশি ২০২৪ সালের অক্টোবর মাসে ব্র্যাক ও টিআইপি হিরো নেটওয়ার্কের সহায়তায় দেশে ফিরে আসেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন