Logo
Logo
×

ধর্ম

সরস্বতী পূজা আজ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩১ এএম

সরস্বতী পূজা আজ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ (সোমবার) সারা দেশে উদযাপিত হচ্ছে। প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর আরাধনা করা হয়। আজকের এই শুভ তিথিতে অগণিত ভক্ত দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। বিশেষ করে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করেছেন।

রোববার সকাল ৯টা ৪৪ মিনিটে শুক্ল পক্ষের পঞ্চমী তিথি শুরু হয়েছে, যা সোমবার সকাল ১০টা ২৭ মিনিটে শেষ হবে। পূজার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

রাজধানী ঢাকায় বিভিন্ন মন্দির, মণ্ডপ ও শিক্ষাপ্রতিষ্ঠানে পূজা অনুষ্ঠিত হলেও প্রধান কেন্দ্র হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ। বিশাল এই আয়োজন চারুকলা শিক্ষার্থীদের নির্মিত দৃষ্টিনন্দন প্রতিমা, আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এক মহোৎসবে পরিণত হয়েছে। এবছর জগন্নাথ হলের কেন্দ্রীয় উপাসনালয়সহ মাঠজুড়ে প্রায় ৭০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়া, ঢাকার রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, সিদ্ধেশ্বরী মন্দির, শাঁখারী বাজার, তাঁতীবাজার, বনানী ও রমনা কালী মন্দিরসহ বিভিন্ন স্থানে সরস্বতী পূজার আয়োজন চলছে। সব জায়গায় সকালেই পূজা শুরু হবে এবং বিকেল ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত আরতি ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পূজা উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে।

রোববার পুরান ঢাকার শাঁখারী বাজারে সরস্বতী প্রতিমা বিক্রির ব্যস্ততা দেখা গেছে। দোকানিরা বিভিন্ন আকৃতির প্রতিমা সাজিয়ে রেখেছেন, যার দাম এক হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে। ঘরোয়া পূজার জন্য ছোট আকৃতির প্রতিমার চাহিদা বেশি। এছাড়া, পূজা উদযাপনের জন্য ফুল, বেলপাতা, ফলসহ নানা উপকরণও বাজারে পাওয়া যাচ্ছে।

সরস্বতী পূজাকে ঘিরে ঢাক-ঢোল, কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠেছে পূজা মণ্ডপগুলো, তৈরি হয়েছে এক আনন্দঘন পরিবেশ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন