Logo
Logo
×

ধর্ম

পবিত্র রমজান মাসকে স্বাগত জানাল মুসলিম বিশ্ব

Icon

যুগেরচিন্তা২৪ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৩:০০ পিএম

পবিত্র রমজান মাসকে স্বাগত জানাল মুসলিম বিশ্ব

ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস শুরু করেছেন। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রমজান শুরু হয় শুক্রবার সন্ধ্যায় অর্ধচন্দ্র দেখার মাধ্যমে, এবং সৌদি আরবের সুপ্রিম কোর্ট শনিবার রমজান মাস শুরুর ঘোষণা দেয়। আলজেরিয়া, মিশর, জর্ডান, লিবিয়া, সুদান এবং তিউনিসিয়াসহ বেশ কয়েকটি দেশও শনিবার থেকে রমজান মাস শুরু ঘোষণা করেছে। 

ফিলিস্তিনের গাজা এবং পশ্চিম তীরে রমজান শুরু হয়েছে সৌদি আরবের সঙ্গে একসঙ্গে। লেবাননের সুন্নি মুসলমানরাও শনিবার থেকে রোজা শুরু করেছেন। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মরক্কোসহ আরও কয়েকটি দেশে রোববার থেকে রমজান মাস শুরু হয়েছে, এবং এটি আজ থেকে দেশগুলোতে রমজান মাসের প্রথম দিন।

দক্ষিণ-পূর্ব এশিয়ায়, বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়াতেও রমজান শুরু হয়েছে। মালয়েশিয়া, ব্রুনাই এবং ফিলিপাইনের মতো প্রতিবেশী দেশগুলোতে রোববার থেকে রমজান শুরু হয়েছে। রমজান মাসের পবিত্র রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি এবং মুসলমানরা ৩০ দিন ধরে দিনের বেলা পানাহার, ধূমপান, যৌনতা থেকে বিরত থাকেন এবং নেক আমল ও দান-সদকা করেন।

গাজার খান ইউনিসে ধ্বংসস্তূপে ঘরবাড়ি সাজাচ্ছেন ফিলিস্তিনিরা, আর জেরুজালেমের আল-আকসা প্রাঙ্গণে তারাবি নামাজ আদায় করছেন তারা। ইন্দোনেশিয়ায় ইস্তিকলাল মসজিদ এবং মিশরের কায়রোতে আল-আজহার মসজিদে তারাবি নামাজের দৃশ্যও দেখা যায়। সিরিয়ার দামেস্কের মাউন্ট কাসিউনে চাঁদ দেখার চেষ্টা চলছে রমজান মাসের শুরু নির্ধারণের জন্য, এবং যুক্তরাজ্যের লন্ডনে ইসলামিক কালচারাল সোসাইটিতে নামাজ আদায় করা হচ্ছে। 

বিশ্বের বিভিন্ন জায়গায় রমজান উদযাপন ও তারাবি নামাজের দৃশ্যগুলো মুসলিম বিশ্বের ঐক্য ও শান্তির প্রতীক হিসেবে চিত্রিত হচ্ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন