Logo
Logo
×

বিশেষ সংবাদ

প্রতি বছর বাংলাদেশে বায়ুদূষণের প্রভাবে মৃত্যু লক্ষাধিক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৮:১৭ পিএম

প্রতি বছর বাংলাদেশে বায়ুদূষণের প্রভাবে মৃত্যু লক্ষাধিক

সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের (সিআরইএ) এক গবেষণায় জানা গেছে, বায়ুদূষণের ক্ষতিকর প্রভাবে বাংলাদেশে প্রতি বছর প্রায় এক লাখ দুই হাজার ৪৫৬ জন মানুষ মারা যাচ্ছেন। আজ শনিবার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশে সূক্ষ্মকণা বায়ু দূষণে জনস্বাস্থ্য প্রভাব’ শীর্ষক আলোচনা সভায় এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।

গবেষণায় উল্লেখ করা হয় যে, বায়ুদূষণের কারণে পিএম ২.৫ ইসকেমিক হার্ট ডিজিজ, স্ট্রোক, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, লোয়ার রেসপিরেটরি ইনফেকশন এবং লাং ক্যানসারের মতো রোগের ঝুঁকি বাড়াচ্ছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ছোট শিশুরা, যারা প্রতি বছর পিএম ২.৫ সংশ্লিষ্ট লোয়ার রেসপিরেটরি ইনফেকশনে প্রায় পাঁচ হাজার ২৫৮ জন মারা যায়।

সিআরইএর বায়ুমান বিশ্লেষক ড. জেমি কেলি জানান, বায়ুদূষণের কারণে বাংলাদেশে প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক অপরিণত শিশু জন্ম নেয় এবং অনেক শিশু কম ওজনে জন্মায় ও মারা যায়। বায়ুদূষণ অর্থনীতিতেও বিরূপ প্রভাব ফেলে, যার ফলে প্রতি বছর প্রায় ২৬৬ মিলিয়ন কর্মদিবসের ক্ষতি হয়।

২০২৩ সালে বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তালিকায় শীর্ষস্থানে ছিল বাংলাদেশ। সে বছর প্রতি ঘনমিটার বাতাসে অতি ক্ষুদ্র বালু কণার বার্ষিক গড় মান ছিল ৭৯ দশমিক নয় মাইক্রোগ্রাম, যা বাংলাদেশে বার্ষিক জাতীয় মানদণ্ড ৩৫ মাইক্রোগ্রামের দ্বিগুণের বেশি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানের চেয়ে ১৫ গুণ বেশি।

সিআরইএর গবেষণায় আরও জানানো হয়, যদি বাংলাদেশের জাতীয় বায়ুমানের মানদণ্ড পূরণ করা সম্ভব হয় তবে মৃত্যুহার ১৯ শতাংশ, আয়ুষ্কালজনিত সমস্যা ২১ শতাংশ এবং অক্ষমতার হার ১২ শতাংশ কমতে পারে। যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন কঠোরভাবে মানা যায় তবে প্রতি বছর ৮১ হাজার ২৮২ জন মানুষের জীবন রক্ষা করা সম্ভব।

এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স (একিউএলআই) ২০২৪ সালের প্রতিবেদন অনুসারে, বায়ুদূষণের কারণে বিশ্বে গড় আয়ু দুই বছর সাত মাস কমেছে। তবে বাংলাদেশে এই সংখ্যা আরও বেশি, যেখানে গড় আয়ু চার বছর আট মাস কমেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন