Logo
Logo
×

খেলা

বিসিবিতে পরিবর্তনের কথা বললেন নাজমুল আবেদীন ফাহিম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০৭:০৯ পিএম

বিসিবিতে পরিবর্তনের কথা বললেন নাজমুল আবেদীন ফাহিম

বিসিবিতে পরিবর্তনের কথা বললেন নাজমুল আবেদীন ফাহিম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এর পর থেকে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে লাগে পরিবর্তনের হাওয়া। এবার সেই হাওয়া লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। এবার পরিবর্তন চাইলেন কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে নেতৃত্বে পরিবর্তন চেয়েছেন তিনি।

নাজমুল আবেদীন বিসিবির হাইপারফরম্যান্স বিভাগ, ক্রিকেট একাডেমি, বয়সভিত্তিক দল এবং সর্বশেষ বিসিবির নারী বিভাগের সঙ্গে কাজ করেছেন। সর্বশেষ বিসিবি নির্বাচনেও অংশ নিয়েছিলেন তিনি। বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-৩–এ খালেদ মাহমুদ সুজনের বিপক্ষে লড়েছেন নাজমুল আবেদীন।

বাংলাদেশ ক্রিকেটে দৃশ্যমান উন্নতি না হওয়াকে নেতৃত্বের দায় মনে করছেন এই ক্রিকেট বিশ্লেষক। 

তিনি বলেন, ‘অবশ্যই দায়টা সবচেয়ে বেশি লিডারশিপে (নেতৃত্বে)। সুতরাং পরিবর্তন আনা খুব জরুরী হয়ে পড়েছে। নেতৃত্বে পরিবর্তন আসলে সবকিছু আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে। 

ফাহিম আরো বলেন, ‘এখন বোর্ডকে পুনর্গঠন করতে হলে আইসিসির আইন সংক্রান্ত অনেক বিষয় মেনে চলতে হবে। অনেক সমস্যা আছে সে ক্ষেত্রে। কিন্তু আমরা তো অবশ্যই চাইবো এমন একটা বোর্ড হোক যেখানে ভালো একজন লিডার থাকবেন। যিনি সবসময় ক্রিকেটের স্বার্থেই নিবেদিত থাকবেন। 

ক্রিকেট বোর্ডে শৃঙ্খলার অভাব আছে উল্লেখ করে তিনি বলেন, আমার যেহেতু কাছ থেকে দেখার সুযোগ হয়েছে সেদিক থেকে বলব বিসিবি কিন্তু যথেষ্ট শৃঙ্খল প্রতিষ্ঠান না। সবাই বাইরের দিকের চাকচিক্য দেখে মনে করে ভিন্ন কিছু। কিন্তু বিসিবির যে সুযোগ ছিল সুশৃঙ্খল হওয়ার তা হয়ে ওঠেনি মোটেই।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন