অস্ট্রেলিয়া সিরিজের দলে ফিরলেন সাকিব
আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। ঘরের মাঠের এই সিরিজে দুই সংস্করণের জন্য আলাদা আলাদা দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
স্ট্রেস ফ্র্যাকচারের কারণে দল থেকে ছিটকে গেছিলেন সাকিব মাহমুদ। সেই চোট কাটিয়ে বছর দেড়েক পর দলে ফিরলেন এই পেসার। তাছাড়া তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন আরেক পেসার ব্রাইডন কার্স।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ওয়ানডে বিশ্বকাপে সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। তাই এবার তাদের দলে এসেছে বড় পরিবর্তন। বাদ পড়েছেন বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার। এই তালিকায় আছেন—মইন আলি, জনি বেয়ারস্টো, ক্রিস জর্ডানের মতো অভিজ্ঞরা।
মইন-বেয়ারস্টো-জর্ডানের পাশাপাশি দলে রাখা হয়নি গত টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কোয়াডে থাকা স্পিনার টম হার্টলি। জায়গা পাননি উঠতি লেগ স্পিনার রেহান আহমেদও। চোটের কারণে সেই ফাস্ট বোলার মার্ক উড।
দলে সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার—জেকব বেথেল, ড্যান মুজলি, জশ হাল ও জন টার্নার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংলিশদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু ১১ সেপ্টেম্বর। আর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ১৯ সেপ্টেম্বর।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল: জস বাটলার (অধিনায়ক), জফ্রা আর্চার, জেকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, স্যাম কারান, জশ হাল, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ড্যান মুজলি, আদিল রাশিদ, ফিল সল্ট, রিস টপলি, জন টার্নার।
ইংল্যান্ডের ওয়ানডে দল: জশ বাটলার (অধিনায়ক), জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জেকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জশ হাল, উইল জ্যাকস, ম্যাথু পটস, আদিল রাশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, রিস টপলি, জন টার্নার।