Logo
Logo
×

খেলা

চেন্নাই টেস্ট

চাপ নিয়ে মধ্যাহ্নবিরতিতে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩২ পিএম

চাপ নিয়ে মধ্যাহ্নবিরতিতে বাংলাদেশ

চেন্নাই টেস্টে দ্বিতীয় দিনের শুরুতে দ্রুতই ভারতের ৪ উইকেট শিকার করে ম্যাচে ফেরার আভাস দিয়েছিল বাংলাদেশ। তবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হলো না টাইগারদের। আরও একবার ব্যর্থ লাল-সবুজের টপ-অর্ডার। স্কোরশিটে ২২ রান তুলতেই তিন ব্যাটারকে হারায় সফরকারীরা। সবমিলিয়ে অস্বস্তি নিয়েই লাঞ্চ বিরতিতে গিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

মধ্যাহ্ন বিরতির আগে ৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৬ রান। ১৫ রান নিয়ে শান্ত ও ৪ রানে মুশফিক ক্রিজে আছেন। ভারতের প্রথম ইনিংস থেকে এখনও ৩৫০ রানে পিছিয়ে বাংলাদেশ।

ভারতের ৩৭৬ রানের জবাবে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। সাদমানকে একাধিকবার ‘বিট’ করার পর প্রথম ওভারের শেষ বলে তাকে প্যাভিলিয়নে পথ দেখান জাসপ্রিত বুমরাহ। মূলত খেলবেন কি, খেলবেন, তা নিয়ে দ্বিধায় ভুগে শেষমেশ বলটি ছেড়ে দিয়ে বোল্ড হয়ে যান।

ইনিংসের নবম ওভারে রাউন্ড দ্য উইকেটে আকাশের অ্যাঙ্গেল ডেলিভারি জাকিরের ব্যাটে-বলে হয়নি। ব্যাট ও প্যাডের ফাঁক গলে মিডল স্ট্যাম্পে আঘাত হানে বল। ক্রিকেটীয় ভাষায় যাকে বলে, থ্রু দ্য গেট!

জাকির ফেরার পর ক্রিজে এসেছিলেন মুমিনুল হক। তবে সাবেক এই অধিনায়ক যেন জাকিরের আউটের অ্যাকশন–রিপ্লেই দেখালেন। ব্যাট-প্যাডের ফাঁক গলে তিনিও বোল্ড! দুর্দান্ত আকাশে টানা দুই বলে দুই উইকেট হারায় বাংলাদেশ।

এরপর শুরুর বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন শান্ত-মুশফিক জুটি। শেষমেশ আর কোনো বিপদ হতে না দিয়ে অস্বস্তি নিয়েই মধ্যাহ্নবিরতিতে গিয়েছে বাংলাদেশ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন