ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয়টি তাই লাল-সবুজের প্রতিনিধিদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই।
ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয়টি তাই লাল-সবুজের প্রতিনিধিদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। বুধবার (৯ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ঘুরে দাঁড়ানোর মিশনে ম্যান ইন ব্লুদের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে লাল-সবুজের একাদশে একটি পরিবর্তন আনা হতে পারে।
সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে যখনই সুযোগ পেয়েছেন, সেটাই কাজে লাগিয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপেও বুদ্ধিদীপ্ত বোলিং দেখিয়েছেন। তাই আজকের একাদশে তার ফেরা অনেকটা নিশ্চিত। তাকে জায়গা করে দিতে তাসকিন আহমেদ বাদ পড়তে পারেন।
এই ম্যাচেও লিটন দাস এবং পারভেজ হোসাইন ইমন ওপেনিংয়ে থাকবেন। তিনে যথারীতি নাজমুল হোসেন শান্ত। চারে তাওহীদ হৃদয় এবং পাঁচে নিজের শেষ টি-টোয়েন্টি সিরিজ খেলার ঘোষণা দেওয়া অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।
এ ছাড়া ফিনিশারের ভূমিকায় জাকের আলি অনিক এবং রিশাদ হোসেনের ওপর আস্থা রাখবে দল। অলরাউন্ডার ভূমিকায় রিশাদকে সঙ্গ দেবেন মেহেদী হাসান মিরাজ।
পেস বোলিং লাইনআপে মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের সঙ্গে তানজিম সাকিব যুক্ত হতে পারেন।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ: পারভেজ হোসেন ইমন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।