ছবি : সংগৃহীত
ভারতের সঙ্গে টেস্ট সিরিজে পাত্তাই পায়নি বাংলাদেশ। এরপর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতেও হতাশ করেছে টাইগাররা। তাই সিরিজ বাঁচাতে দ্বিতীয়টিতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। অন্যদিকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিতের সুযোগ ভারতের।
সিরিজে ফেরার লক্ষ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
এই ম্যাচে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এসেছে। শরীফুল ইসলামের জায়গায় ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব একাদশে ঢুকেছেন। অন্যদিকে আগের ম্যাচের দল নিয়েই খেলছে ম্যান ইন ব্লুরা।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যাসমন, সূর্যকুমার যাদব, নীতিশ কুমার, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং ও মায়াঙ্ক যাদব।