শহীদদের নামে দেশের তিন স্টেডিয়ামের নতুন নামকরণ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১২:৪৩ এএম
ছবি: সংগৃহীত
কয়েকদিন আগেই অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছিলেন, ছাত্র-জনতা আন্দোলনে শহীদদের নামেই দেশের স্টেডিয়ামের নামকরণ করা হবে। এবার সেই কথারই প্রতিফলন দেখা গেল।
দেশের তিনটি স্টেডিয়াম ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের নামে নামকরণ করা হলো। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) যুব ও ক্রীড়া উপদেষ্টার ফেসবুক পেজের এক পোস্টে এই তথ্য জানানো হয়।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, কুষ্টিয়ার শেখ কামাল স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম, টাঙ্গাইল জেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ মারুফ স্টেডিয়াম ও ঢাকার জাতীয় সংসদ ভবন সংলগ্ন খেলার মাঠের নাম পরিবর্তন করে শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ রাখা হয়েছে।
নতুন নামকরণ করা তিন স্টেডিয়ামের (শহীদ) মধ্যে জুলাইয়ে ছাত্র আন্দোলন চলাকালে দুজনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া ২০১৯ সালের ৭ অক্টোবর আবরার ফাহাদের মৃত্যু হয়েছিল। ফেসবুক স্ট্যাটাসের জেরে বুয়েটের এই শিক্ষার্থীকে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগ পিটিয়ে হত্যা করেছিল।