Logo
Logo
×

খেলা

সফরকারী মালদ্বীপকে ২-১ গোলে হারালো বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৮:৫৩ পিএম

সফরকারী মালদ্বীপকে ২-১ গোলে হারালো বাংলাদেশ

মালদ্বীপকে ২-১ গোলে হারালো বাংলাদেশ

মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নামে বাংলাদেশ। প্রথমটিতে হেরে শুরু করে টাইগাররা। আজ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর ম্যাচে মাঠে নামে লাল-সবুজের দল। তবে শুরুতেই গোল খেয়ে বসে বাংলাদেশ।

তবে বিরতির আগ মুহূর্তে গোল করে দলকে ১-১ সমতায় ফেরান জনি। ম্যাচের দ্বিতীয়ার্ধেও কাটে সমতায়, তবে ৯০ মিনিট খেলা শেষে ম্যাচের ইনজুরি টাইমে পাপন সিংহের গোলে বাংলাদেশ জয়ের উল্লাসে ভাসে। শেষ পর্যন্ত মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে দুই ম্যাচ সিরিজে সমতা আনে টাইগাররা। 

ম্যাচের শুরু থেকে মালদ্বীপ খোলস ছেড়ে বেরিয়ে এসে আক্রমণাত্মক খেলে। অপরদিকে বাংলাদেশ বিল্ডআপ করে খেলার চেষ্টা করেছে। নিচ থেকে খেলা তৈরি করে আক্রমণ করার চেষ্টা। তবে আগের ম্যাচের মতো সুবর্ণ সুযোগ সেভাবে তৈরি করতে পেরেছে কমই। আগের ম্যাচে গোল এসেছিল ১৮ মিনিটে। আজ হয়েছে ২৩ মিনিটে। তপুর ভুলের মাশুল দিতে হয়েছে।

ফাসির আরো একবার বাংলাদেশের হৃদয় ভাঙেন। তপুর শট গিয়ে পড়ে মালদ্বীপের একজনের পায়ে, সেখান থেকে ডিফেন্স চেড়া পাস ফাসির পেয়ে আগুয়ান গোলরক্ষকের পাশ দিয়ে বাঁ পায়ে আলতো করে জড়িয়ে দেন জালে। তপু আটকানোর চেষ্টা করেন ফাসিরকে, কিন্তু গোল বাঁচাতে পারেননি। তবে পিছিয়ে থেকে বাংলাদেশ বলার মতো দুটি সুযোগ পায়। ২৮ মিনিটে রাকিবের শট পোস্টের অনেক দূর দিয়ে যায়।

৪০ মিনিটে আরও একটি সুযোগ নষ্ট হয়েছে। রাকিবের নিচু ক্রসে ফাহিম চলতি বলে প্লেসিং করলে গোলকরক্ষক একটু পাশে সরে হাত দিয়ে প্রতিহত করেন। ফিরতি বলে মোরসালিনের শট পোস্টের অনেক ওপর দিয়ে যায়।

তিন মিনিট পর মজিবর রহমান জনি দারুণ এক গোলে গ্যালারিতে আনন্দের বন্যা বইয়ে দেন। বক্সের বাইরে থেকে মোরসালিনের ভেতর থেকে পাসে এক ডিফেন্ডারকে ডজ দিয়ে চার জনের মাঝ দিয়ে দারুণভাবে জায়গা বের করে নিয়ে দূরের পোস্ট দিয়ে জাল কাঁপান। তার গোলে ম্যাচে সমতা আনে বাংলাদেশ। শেষ পর্যন্ত ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে গেছে বাংলাদেশ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন