ভারতকে হারিয়ে টানা দ্বিতীয় বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:১৩ পিএম
ছবি : সংগৃহীত
প্রথমে ব্যাটিং করা বাংলাদেশের পুঁজিটা ছিল মোটামুটি লড়াকু— ১৯৮ রান মাত্র। তবে প্রবল আত্মবিশ্বাস আর দুই পেসার ইকবাল হোসেন ও আল ফাহাদের পেস তাণ্ডবে হোঁচট খায় ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৯ রানে থামে ভারতের যুবাদের রানের চাকা। ফলে ৫৯ রানে জয় তুলে টানা দ্বিতীয় বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলেন আজিজুল হাকিমের দল।
রবিবার দুবাইয়ে ভারতের অধিনায়ক মোহাম্মদ আমানের আমন্ত্রণে প্রথমে ব্যাটিং করে ১৯৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে দিতে নামলে স্বাগতিকদের ওপর কঠিন চাপ সৃষ্টি করেন বাংলাদেশের বোলাররা। বিশেষ করে ইকবাল, ফাহাদ ও তামিমের কাছে ধরাশায়ী হতে দেখা যায় ভারতীয় ব্যাটারদের।
এদিন প্রথম ওভারে যুধাজিৎ গুহর বলে ছক্কা মেরে বাংলাদেশের রানের খাতা খোলেন জাওয়াদ আবরার। অন্য প্রান্তে কালাম সিদ্দিকী অবশ্য রান বের করতে পারছিলেন না।