Logo
Logo
×

খেলা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিটনকে অধিনায়ক করে টি-টোয়েন্টি দল ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:৫২ পিএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিটনকে অধিনায়ক করে টি-টোয়েন্টি দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিটনকে অধিনায়ক করে টি-টোয়েন্টি দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। সিরিজে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে উইকেটকিপার ব্যাটার লিটন দাসকে। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার রিপন মন্ডল।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে ১৫ সদস্যের এই দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে, রিপন ডাক পেলেও বাদ পড়েছেন আরেক পেসার শরিফুল হাসান। পিতৃত্বকালীন ছুটিতে থাকায় টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। তার জায়গায় দলে জায়গা হয়েছে তরুণ পেসার তানজিম হাসান সাকিবের। সবশেষ ভারত সিরিজে ছিলেন না তিনি। 

চোটের কারণে আগেই টেস্ট ও ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এবার টি-টোয়েন্টি দলেও নেই তিনি। শান্তর জুতোয় এবার পা গলাবেন ফর্মে না থাকা লিটন।

আগামী ১৬ ডিসেম্বর সোমবার কিংসটনে শুরু হবে ৩ ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি। একই ভেন্যুতে পরের দুই টি-টোয়েন্টি ১৮ ও ২০ ডিসেম্বর। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।

দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে দুই দল। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে এই মুহূর্তে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ক্যারিবিয়ানরা। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ।

টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন