Logo
Logo
×

খেলা

৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করলো বাংলাদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:০২ পিএম

৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করলো বাংলাদেশ

৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করলো বাংলাদেশ

সেইন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালে স্টেডিয়ামে রাতটি কীভাবে কাটবে, তা নিয়ে উদ্বেগে দিন শুরু করেছিলেন অনেক টাইগারভক্ত। কারণ স্কোরবোর্ডে মাত্র ১২৯ রানের পুঁজি, যা টি-টোয়েন্টিতে খুব বেশি আশা জাগায় না। কিন্তু সেই ‘মামুলি’ টার্গেট তাড়া করতে গিয়েই নাজেহাল হলো ক্যারিবিয়ানরা। বাংলাদেশের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ১০২ রানেই থেমে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে ২৭ রানের জয়ে মাঠ ছাড়ে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক রভম্যান পাওয়েল, আর তার বোলাররা সিদ্ধান্তটি সঠিক প্রমাণ করেন। লিটন দাস ৩, সৌম্য সরকার ১১ ও তানজিদ হাসান ২ রানে আউট হলে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। পরিস্থিতি সামাল দিতে ওয়ানডে স্টাইলে খেলেন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী। তবে কেউই বড় স্কোর গড়তে পারেননি। মিরাজ করেন ২৬ রান, আর জাকের ফিরেন ২১ রানে।

এরপর রিশাদ ও শেখ মেহেদী ভালো কিছু করতে না পারলেও শামীম হোসেন দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। তার ঝোড়ো ইনিংসে ১৭ বলে ৩৫ রান বাংলাদেশের স্কোরকে লড়াই করার মতো অবস্থানে নিয়ে যায়।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন ব্রেন্ডন কিং ও জনসন চার্লস। তবে খানিক পরই তাসকিন আহমেদ বল হাতে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। প্রথম বলেই কিংকে লিটনের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান তিনি। এরপর আন্দ্রে ফ্লেচার ও নিকোলাস পুরানও হতাশ করেন ক্যারিবিয়ান ভক্তদের। রোস্টন চেজ ও আকিল হোসেন খানিক আশা জাগালেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি।

বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ নেন ৩টি উইকেট, তানজিম সাকিব, শেখ মেহেদী ও রিশাদ হোসেন প্রত্যেকে নেন ২টি করে উইকেট, আর হাসান মাহমুদ শিকার করেন একটি উইকেট।

মারকুটে ১৭ বলে ৩৫ রানের জন্য ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন শামীম হোসেন।

এই জয়ের মাধ্যমে ৩ ম্যাচের সিরিজ ২-০তে নিশ্চিত করে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে শুক্রবার সকাল ৬টায়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন