Logo
Logo
×

খেলা

সৌদি আয়োজিত ২০৩৪ ফুটবল বিশ্বকাপে মদ নিষিদ্ধ থাকবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০২:৩৯ পিএম

সৌদি আয়োজিত ২০৩৪ ফুটবল বিশ্বকাপে মদ নিষিদ্ধ থাকবে

২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব, যা ফিফা সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। ৪৮ দলের অংশগ্রহণে এই বিশ্বকাপ হবে ৫টি শহরের ১৫টি স্টেডিয়ামে, এর মধ্যে ৮টি স্টেডিয়াম থাকবে রাজধানী রিয়াদে।

২০২২ বিশ্বকাপের আয়োজক ছিল কাতার, যেখানে আবগারি আইন শিথিল ছিল এবং কিছু জায়গায় বিদেশি পর্যটকরা মদ কিনতে পারতেন। তবে সৌদি আরবে এমন কোনো শিথিলতা নেই, এবং মদ বিক্রি নিয়ে কোনো পরিকল্পনা নেই বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

১৯৫২ সাল থেকে সৌদি আরবে মদ নিষিদ্ধ। বিদেশিরাও সেখানে মদ কিনতে বা খেতে পারেন না। মদপানের বিরুদ্ধে দেশটিতে কঠোর আইন রয়েছে। কেউ যদি মদ পান করে ধরা পড়েন তাহলে তাকে কয়েকশ বেত্রাঘাত করা, সৌদি থেকে বের করে দেওয়া, কারাদণ্ড দেওয়া অথবা আর্থিক জরিমানা করা হয়।

অবশ্য সম্প্রতি মদ পান নিয়ে কিছুটা শিথিলতার পথে হাঁটছে সৌদি। পর্যটন ও অন্যান্য ব্যবসা খাতকে সমৃদ্ধ করতে মদের দোকান খোলার মতো সিদ্ধান্ত নিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ইসলামে মদসহ যে কোনো ধরনের নেশাদ্রব্য সম্পূর্ণভাবে হারাম বা নিষিদ্ধ। তবে নতুন দোকানটি রিয়াদের কূটনৈতিক পাড়ায়, যেখানে বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে। ওই এলাকাটিতেই দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা থাকেন। তবে দোকানটি যেতে পারবেন শুধু অমুসলিমরাই।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন