Logo
Logo
×

খেলা

স্ত্রীসহ মক্কায় মেসির হজ, ভাইরাল ছবির পেছনের কাহিনী কি?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮ পিএম

স্ত্রীসহ মক্কায় মেসির হজ, ভাইরাল ছবির পেছনের কাহিনী কি?

ছবি : সংগৃহীত

সম্প্রতি আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার লিওনেল মেসির স্ত্রীসহ মক্কা যাওয়ার চারটি ছবি ভাইরাল হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। তবে দেশের অন্যতম ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার দাবি করেছে, ছবিগুলো ভুয়া।

প্রতিষ্ঠানটির অনুসন্ধানে জানা যায়, মেসির মক্কায় অবস্থানের দৃশ্য দাবিতে প্রচারিত ছবিগুলো বাস্তব নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে তৈরি।

রিভার্স ইমেজ সার্চ করে ছবিগুলোর কোনো নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি। এছাড়া, মেসি কোনো দেশে ভ্রমণ করলে তা স্বাভাবিকভাবেই গণমাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু সম্প্রতি তার মক্কায় যাওয়ার তথ্য গণমাধ্যমে পাওয়া যায়নি। এমনকি মেসির সোশ্যাল মিডিয়াতেও এ সংক্রান্ত কোনো তথ্য মেলেনি।

রিউমার স্ক্যানার টিম ভাইরাল ছবিগুলো বিশ্লেষণ করে দেখতে পায়, ছবিগুলোতে মেসির মুখমণ্ডলের আকৃতি অস্বাভাবিক এবং গলায় অস্বাভাবিক গর্ত রয়েছে। এই ধরনের অসামঞ্জস্য সাধারণত এআই টুল দিয়ে তৈরি ছবির ক্ষেত্রে দেখা যায়।

এই অসঙ্গতি লক্ষ্য করার পর, ছবিগুলোর বিষয়ে নিশ্চিত হতে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকরণ ওয়েবসাইট ব্যবহার করা হয়। ডিপফেক শনাক্তকরণ প্ল্যাটফর্ম ট্রুমিডিয়ার বিশ্লেষণে দেখা যায়, আলোচিত ছবিতে ম্যানিপুলেশন বা কারসাজির উল্লেখযোগ্য প্রমাণ রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন