Logo
Logo
×

খেলা

বিপিএলের টিকিট কাউন্টার ভাঙচুর করে আগুন দিলো বিক্ষুব্ধ দর্শকরা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০২:০৫ পিএম

বিপিএলের টিকিট কাউন্টার ভাঙচুর করে আগুন দিলো বিক্ষুব্ধ দর্শকরা

ছবি : সংগৃহীত

বিপিএলের একাদশ আসরের উদ্বোধনী দিনেই টিকিট না পাওয়ার অভিযোগ তুলে মিরপুর স্টেডিয়াম এলাকায় হাঙ্গামা করেছিলেন বিক্ষুব্ধ দর্শকরা, যার ফলে মূল ফটকও ভাঙচুর করা হয়। এবার আবারো ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) একদিন বিরতি দিয়ে আবার মাঠে গড়াচ্ছে বিপিএল। খেলা শুরুর আগেই টিকিট প্রত্যাশীরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই টিকিটের জন্য মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অপেক্ষা করছিলেন ক্রীড়াপ্রেমীরা। সাড়ে ১১টার দিকে দর্শকরা বাঁশের বেড়া ধাক্কাতে থাকেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর গেট ভেঙে ভেতরে ঢুকে বুথে ভাঙচুর করেন বিক্ষুব্ধ দর্শকরা। একপর্যায়ে সেখানে আগুন ধরিয়ে দেন তারা। পরবর্তীতে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে এবং আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা জায়গাটি নিয়ন্ত্রণে নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুর দিকে সবাই টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছিল। কিন্তু পরে যখন তারা জানতে পারেন সেখানে টিকিট নেই, তখন দর্শকরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন