সাইফ-হেলসের ব্যাটে বিপিএলে রংপুরের হ্যাটট্রিক জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১০:০৯ পিএম
ছবি : সংগৃহীত
বিপিএলে নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। সাইফ হাসান ও অ্যালেক্স হেলসের ব্যাটিং প্রদর্শনীর ফলে ফরচুন বরিশালকে ৮ উইকেটে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। বরিশালের দেওয়া ১২৫ রানের লক্ষ্য মাত্র ৩০ বল বাকি থাকতেই অতিক্রম করেছে রংপুর। ৩ ম্যাচে রংপুরের এটি তৃতীয় জয়।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) টস হেরে ব্যাটিংয়ে নেমে বরিশাল রংপুরের সামনে ১২৫ রানের লক্ষ্য দেয়। জবাবে ৩০ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় রংপুর।
লক্ষ্য তাড়ায় নেমে রংপুরের শুরুটা ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারেই রানের খাতা খোলার আগেই বিদায় নেন অভিষিক্ত আজিজুল হক তামিম। এরপর তার পথেই হাঁটেন তৌফিক। ফলে, দলীয় ১৫ রানেই ২ উইকেট হারায় রংপুর।
এরপর আরেক ওপেনার অ্যালেক্স হেলসকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন সাইফ হাসান। তাদের ব্যাটে ১০০ রানের কোটা পূরণ করে উত্তরবঙ্গের ফ্র্যাঞ্চাইজিটি। পাশাপাশি ৩৯ বলে ফিফটি তুলে নেন সাইফ।
শেষ পর্যন্ত হেলসের ৪৯ এবং সাইফের অপরাজিত ৬১ রানে ভর করে ৩০ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর।
বরিশালের হয়ে দুই উইকেট শিকার করেন ইকবাল হোসেন ইমন।
এর আগে, ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বরিশালের। ১০ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন ওপেনার নাজমুল হাসান শান্ত। তিন নম্বরে নেমে তাওহীদ হৃদয়ও সুবিধা করতে পারেননি। ৬ বলে ৪ রান করে ফেরেন এই টপ-অর্ডার ব্যাটসম্যান।
শুরুর ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেছিলেন তামিম ইকবাল। কিন্তু ইনিংস বড় করার আগেই ১৮ বলে ২৮ রান করে নাহিদের বলে বোল্ড হয়ে ফেরেন তামিম।
এরপর অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং কাইল মায়ার্সও আস্থার প্রতিদান দিতে পারেননি। মুশফিক ১৭ বলে ১৫ রান এবং মায়ার্স ১৩ বলে ১৪ রান করে ফেরেন।
এরপর মাহমুদউল্লাহ ১০ রান করে আউট হলে বরিশাল ৮৭ রানে ৭ উইকেট হারায়। এদিন ফাহিম ও শাহিনরা দুই অঙ্ক ছুঁতে পারেননি। ফাহিম ১ রান এবং শাহিন ৮ রানে আউট হন। শেষদিকে মোহাম্মদ নবি ১৯ বলে ২১ রান যোগ করেন।
রংপুরের হয়ে খুশদীল ৩ উইকেট নিয়েছেন। এছাড়া পেসার নাহিদ ও ইফতিখার দুটি করে উইকেট নিয়েছেন।