বিপিএল ২০২৫
অবশেষে জয়ের স্বাদ পেলো চট্টগ্রাম কিংস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০৬:৫২ পিএম
ছবি : সংগৃহীত
খুলনা টাইগার্সের কাছে পরাজয়ের মাধ্যমে বিপিএল অভিযান শুরু করেছিল চট্টগ্রাম কিংস। তবে দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শক্তিশালী রাজশাহীকে ১০৫ রানে হারিয়ে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে বন্দরনগরীর দলটি।
শুক্রবার (৩ জানুয়ারি) হোম অব ক্রিকেটে উসমানের সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় চট্টগ্রাম। জবাবে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় রাজশাহী। ফলে তিন ম্যাচে জোড়া পরাজয় দেখলো রাজশাহী। অন্যদিকে, ১০৫ রানের বড় ব্যবধানে জয়লাভ করে চট্টগ্রাম তাদের প্রথম বিজয় স্বাদ পেল।
জবাবে ব্যাট করতে নেমে রাজশাহীর ব্যাটাররা শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারালেও রান রেট ১০-এর আশেপাশে রাখতে চেষ্টা করেন। তবে চিটাগংয়ের বড় লক্ষ্য তাড়ায় কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। মোহাম্মদ হারিস সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেন, যেখানে ছিল ৩ ছক্কা ও ২ চারের মার। এছাড়া ইয়াসির রাব্বি ১৬, আকবর আলী ১৮, বার্ল ১০ ও সোহাগ গাজি ১১ রান করেন। বাকিদের কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।
এর আগে, বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে ইনিংসের দ্বিতীয় বলেই সাফল্য পায় রাজশাহী। তাসকিনের শিকার হয়ে ফেরেন পারভেজ ইমন (০)।
এরপর উসমান খানের গল্পটা শুরু হয়। তার সঙ্গে গ্রাহাম ক্লাক যোগ্য সঙ্গ দেন এবং বিজয়ের বাজে অধিনায়কত্ব ও তিনক্যাচ মিসেরও দায় মেনে নিতে হবে। সেঞ্চুরির আগে ভুল বোঝাবুঝিতে উসমানের ক্যাচ ফেলে দেন পেসার শফিউল ও সাব্বির। এই সুযোগে উসমান ও ক্লাক ১২০ রানের জুটি গড়েন। তবে ক্লাক ২৫ বলে ৪০ রান করে ফেরেন এবং উসমান ১২৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে ফেরেন। উসমানের ব্যাট থেকে আসে ১৩ চার ও ৬ ছক্কার শট।
এরপর মোহাম্মদ মিঠুন ১৫ বলে দুটি করে চার ও ছক্কায় ২৮ রান করেন। শেষদিকে পাকিস্তানি ব্যাটার হায়দার আলী ৯ বলে ১৮ রান করেন।