নতুন বছরে চিরচেনা রূপে দুই জায়ান্ট ম্যানচেস্টার সিটি-বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০১:১৬ পিএম
নতুন বছরকে স্বাগতম জানিয়ে চিরচেনা রূপে ফিরেছে দুই ইউরোপীয় ফুটবল জায়ান্ট, ম্যানচেস্টার সিটি এবং বার্সেলোনা। প্রিমিয়ার লিগের ম্যাচে, হালান্ডের দুটি গোলের সুবাদে, ওয়েস্ট হ্যামকে ৪-১ গোলে পরাজিত করেছে সিটি। অন্যদিকে, কোপা দেল রেতে, বার্বাস্ত্রোকে গোলবন্যায় ভাসিয়ে শেষ ষোলোতে পৌঁছে গিয়েছে বার্সেলোনা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সিটিজেনরা। মাত্র ১০ মিনিটের মধ্যেই, সাভিনিওর শটে এগিয়ে যায় সিটি। প্রথমার্ধের শেষদিকে, হালান্ডের দুর্দান্ত হেডে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় গার্দিওলা শিষ্যরা। ২৬ অক্টোবরের পর ঘরের মাঠে প্রথম গোল পান হালান্ড।
দ্বিতীয়ার্ধের ১০ম মিনিটে হালান্ডের দ্বিতীয় গোলের তিন মিনিট পর, স্কোর শিটে নাম লেখান ফিল ফোডেন। ৭১ মিনিটে সফরকারীদের হয়ে স্বান্তনাসূচক গোল করেন ফুলক্রুগ। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয়ে মাঠ ছাড়ে গার্দিওলার দল।
অন্যদিকে, কোপা দেল রেতে, বার্বাস্ত্রোর বিপক্ষে বার্সেলোনার আক্রমণাত্মক ফুটবল দারুণ প্রভাব ফেলেছে। ম্যাচের ২১ মিনিটে দুর্দান্ত হেডে স্কোর শিটে নাম লেখান গার্সিয়া। ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন লেভানদোভস্কি। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় কাতালানরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও প্রতিপক্ষের জালে গোল করেন লেভা। ম্যাচের ৫৬ মিনিটে বার্বাস্ত্রোর জালে শেষ পেরেক ঠুকেন তোরে। বিশাল জয়ে, শেষ ষোলো নিশ্চিত করে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।