Logo
Logo
×

খেলা

সোহান ঝড়ে রংপুর রাইডার্সের জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৬:২০ পিএম

সোহান ঝড়ে রংপুর রাইডার্সের জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রোমাঞ্চকর ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়ে জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। অধিনায়ক নুরুল হাসান সোহানের অসাধারণ ব্যাটিং প্রদর্শনীর কল্যাণে শেষ ওভারে ২৬ রানের লক্ষ্য পেরিয়ে ৩ উইকেটের নাটকীয় জয় পেয়েছে রংপুর। 

শেষ ওভারে বরিশালের কাইল মায়ার্সের বিরুদ্ধে রংপুরের অধিনায়ক ৩০ রান তুলেন। মাত্র ৭ বলে ৩২ রানের অবিশ্বাস্য ইনিংসে তিনটি চার ও তিনটি ছক্কা হাঁকান সোহান। শেষ বলেও ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন তিনি। 

বরিশাল প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৯৭ রানের বড় সংগ্রহ গড়ে। দলের পক্ষে কাইল মায়ার্স ২৯ বলে ৭ ছক্কা ও ১ চারে ৬১ রানে অপরাজিত থাকেন। নাজমুল হোসেন শান্ত (৪১) এবং তামিম ইকবাল (৪০) ভালো শুরু করলেও ফিফটি করতে পারেননি। তবে তাদের ৮১ রানের জুটি দলকে ভিত্তি দেয়। শেষে ফাহিম আশরাফ মাত্র ৬ বলে ২০ রান করে রান আউট হন। রংপুরের পক্ষে আকিফ জাভেদ ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ১ উইকেট নেন।

রান তাড়া করতে নেমে রংপুর শুরুতেই হেলসের উইকেট হারায়। তানভীর ইসলামের বলে স্টাম্পিং হয়ে তিনি মাত্র ১ রান করেন। সাইফ হাসান (২২) এবং তৌফিক খান তুষারের (৩৭) ইনিংস কিছুটা স্থিতি এনে দিলেও বড় অবদান রাখতে পারেননি। এরপর খুশদিল শাহ (৪৮) এবং ইফতিখার আহমেদের (৪৮) ৫৩ বলে ৯১ রানের জুটি দলকে জয়ের পথে নিয়ে যায়। 

শেষ ওভারে যখন ২৬ রান দরকার, সোহান একক দক্ষতায় দলকে জয় এনে দেন। কাইল মায়ার্সের করা ওভারে সোহানের ছক্কা এবং চারের ঝড় বরিশালকে হতাশ করে।

এই জয়ের পর ৬ ম্যাচে ৬ জয়ে রংপুর শীর্ষে রয়েছে। অন্যদিকে, বরিশাল ৫ ম্যাচে ৪ জয় নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন