বিপিএল ২০২৫
রেকর্ড গড়ে অবশেষে জয়ের দেখা পেল ঢাকা ক্যাপিটালস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১১:১০ পিএম
ছবি : সংগৃহীত
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদপড়ার দিনেই ঝলসে উঠলেন লিটন দাস। রেকর্ডগড়া সেঞ্চুরিতে ব্যাট দিয়েই যেন জবাব দিলেন। তার সঙ্গে আরেক ওপেনার তানজিদ তামিমও তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন। দুই ওপেনারের চোখধাঁধানো ব্যাটিংয়ে চলতি আসরের প্রথম জয়ের দেখা পেলো ঢাকা ক্যাপিটালস। দুর্বার রাজশাহীকে ১৪৯ রানে হারিয়ে বিপিএল ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ডও গড়েছে রাজধানীর দলটি।
রবিবার (১২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১ উইকেট হারিয়ে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ২৫৪ রান তোলে ঢাকা ক্যাপিটালস। জবাবে ১৫ দশমিক ২ ওভারে ১০৫ রানেই গুটিয়ে যায় দুর্বার রাজশাহী।
পাহাড়সমান লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে রাজশাহী। ইনিংসের প্রথম ওভারেই মোহাম্মদ হারিস ৫ বল মোকাবিলায় রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন।
তিনে নেমে এনামুল হক বিজয়ও ব্যর্থ হন। গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন রাজশাহীর অধিনায়ক। টিকে থাকা আরেক ওপেনার সাব্বির হোসেনও সুবিধা করতে পারেননি। ১২ বলে ১১ রান করে বিদায় নেন তিনি।
পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারে আরো একটি উইকেট হারায় রাজশাহী। দলীয় ২১ রানের মাথায় ৪ বলে ১ রান করে বিদায় নেন আকবর আলী।
পাওয়ারপ্লের পরও রাজশাহীর নাজুক ব্যাটিং অব্যাহত থাকে। দ্রুত উইকেট হারিয়ে একপ্রকার পরাজয়ের প্রহর গুনতে থাকে রাজশাহী। কিন্তু শেষদিকে লড়াই জিইয়ে রেখেছিলেন রায়ান বার্ল। তাতে অবশ্য জয়ের দেখা মেলেনি। কেবল ব্যবধান কমিয়েছেন এই রোডেশিয়ান। ১০৫ রানে রাজশাহী গুটিয়ে গেলে ৩২ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন বার্ল।
ঢাকার হয়ে মুকিদুল ইসলাম মুগ্ধ, আবু জায়েদ রাহি, মোসাদ্দেক হোসেন সৈকত এবং ফারমানউল্লাহ দুটি করে উইকেট নেন। এছাড়া একটি উইকেট নেন মোস্তাফিজুর রহমান।
এর আগে, দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিমের ব্যাটে দারুণ শুরু পায় ঢাকা ক্যাপিটালস। মারকুটে ব্যাটিংয়ে পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারে স্কোরবোর্ডে ৫৯ রান যোগ করেন তারা। এরপর ২৪ বলে লিটনের ফিফটিতে ৮ দশমিক ৩ ওভারে তিন অঙ্ক ছুঁয়ে ফেলে ঢাকার সংগ্রহ। অন্যপ্রান্তে ৩৫ বলে তানজিদ হাফ-সেঞ্চুরি ছুঁলে ১২ দশমিক ৩ ওভারে দেড়শ পেরোয় ঢাকার পুঁজি।
উদ্বোধনী জুটিতে ২৪১ রানের রেকর্ড গড়ে প্যাভিলিয়নে ফেরেন তানজিদ। ফেরার আগে ৬৪ বলে ১০৮ রান করেন তামিম। উদ্বোধনী জুটিতে ঘরোয়া এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এটিই। এমনকি বিপিএলে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ডও এটিই। শেষমেশ লিটনের ক্যারিয়ারসেরা ১২৫* রানে নির্ধারিত ২০ ওভারে ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৫৪ রান তোলে ঢাকা। বিপিএলে এখন পর্যন্ত দলীয় সর্বোচ্চ সংগ্রহ এটি। এতদিন ২৩৯ রান করে যৌথভাবে শীর্ষে ছিল রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।