Logo
Logo
×

খেলা

জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ শুরু বাংলাদেশের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৭:৪৮ পিএম

জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ শুরু বাংলাদেশের

নেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। মালয়েশিয়ার বাঙ্গি স্টেডিয়ামে শনিবার (১৭ জানুয়ারি) টসে জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠিয়ে মাত্র ৫২ রানেই অলআউট করে দেয় লাল-সবুজের মেয়েরা। জবাবে ১৩.২ ওভারে ৫ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

ব্যাটিংয়ে নেমে নেপালের মেয়েরা কোনোভাবেই সুবিধা করতে পারেনি। বাংলাদেশি বোলারদের দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে তারা ১৮.২ ওভারে মাত্র ৫২ রানে গুটিয়ে যায়। নেপালের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন ওপেনার সানা পারভিন, আর দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান করেন সীমানা কেসি।

বাংলাদেশের জান্নাতুল মাওয়া ছিলেন দুর্দান্ত। তিনি ৪ ওভারে ১১ রান দিয়ে তুলে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট।

৫৩ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই তিনটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে সাদিয়ার ১৬ রান এবং অধিনায়ক সুমাইয়ার অপরাজিত ১২ রানের ইনিংসে ৫ উইকেট হাতে রেখে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের পরবর্তী ম্যাচ সোমবার (২০ জানুয়ারি) শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর বুধবার (২২ জানুয়ারি) গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেসরা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন