তানজিম হাসান সাকিব
বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন তানজিম হাসান সাকিব। এই পেসার আসরের শুরু থেকেই দলের নির্ভরযোগ্য সদস্য ছিলেন। তবে আজ সোমবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে একাদশে তার নাম দেখা যায়নি।
তানজিম সাকিব মূলত ঘাড়ের চোটে আক্রান্ত। পেস বোলিং কোচ ডলার মাহমুদ নিশ্চিত করেছেন সাকিবের একাদশে না থাকার কারণ।
আজকের ম্যাচের আগে থেকেই কিছুটা ব্যথা অনুভব করছিলেন সাকিব। এরপর বোলিং অনুশীলনে গেলে সেই ব্যথা আরও বাড়ে। ফলে আজকের ম্যাচ খেলতে পারেননি তিনি। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন পেসার সুমন খান।
তানজিম সাকিবের মাঠে ফেরার মতো ফিট হতে আরও অন্তত এক সপ্তাহ সময় লাগতে পারে। সিলেট স্ট্রাইকার্সের প্লে-অফে যাওয়ার সম্ভাবনাও কম। তাই এবারের বিপিএলে তার ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
সিলেট স্ট্রাইকার্সের গ্রুপ পর্বের এখনও ৪টি ম্যাচ বাকি আছে। তারা পরবর্তী ম্যাচগুলো খেলবে যথাক্রমে ২৩, ২৬, ২৭ এবং ৩০ জানুয়ারি।