ছবি: সংগৃহীত
ভারত-পাকিস্তানের বৈরিতা দীর্ঘদিন ধরেই ক্রীড়াঙ্গনেও প্রভাব ফেলছে। দ্বিপাক্ষিক সিরিজ থেকে শুরু করে আইসিসির টুর্নামেন্টগুলোতেও এই উত্তেজনা স্পষ্ট। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পূর্বের বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার শুরু হয়েছে আরেকটি নতুন বিতর্ক। শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পাকিস্তানের নাম নিজেদের জার্সিতে রাখতে চায় না!
চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আয়োজক পাকিস্তান। আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতিযোগিতার আয়োজক দেশের নাম প্রতিটি অংশগ্রহণকারী দেশের জার্সিতে উল্লেখ থাকতে হবে। জার্সির বাঁ দিকে থাকবে টুর্নামেন্টের লোগো ও আয়োজক দেশের নাম। তবে ইন্দো-এশিয়ান নিউজের এক প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ড এই নিয়ম এড়িয়ে পাকিস্তানের নাম বাদ দিতে চাচ্ছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, "বিসিসিআই ক্রিকেটের মধ্যে রাজনীতি নিয়ে আসছে। এটি খেলার জন্য ভালো নয়। ওরা পাকিস্তানে আসতে চায়নি, এমনকি ক্যাপ্টেনস মিটে ছবির জন্য অধিনায়ক পাঠাতেও রাজি নয়। এখন শুনছি, জার্সিতে পাকিস্তানের নামও রাখতে চাচ্ছে না। আশা করি আইসিসি এ বিষয়ে ব্যবস্থা নেবে।"
চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে আয়োজক দেশ পাকিস্তানে ক্যাপ্টেনস মিট অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে ১৭ ফেব্রুয়ারি। সেখানে ৮ দলের অধিনায়কদের উপস্থিত থাকার কথা। তবে গুঞ্জন উঠেছে, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা সেই অনুষ্ঠানে অংশ নেবেন না। এ নিয়ে বিসিসিআই আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনও করেনি।