পিএসজির রোমাঞ্চকর প্রত্যাবর্তন, সিটির বিপক্ষে ৪-২ গোলের জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১০:২২ এএম
পিএসজির হয়ে গোল করেছেন বারকোলা। ছবি : রয়টার্স
প্রথম থেকেই ধারণা করা হচ্ছিল পিএসজি ও ম্যানচেস্টার সিটির ম্যাচটি রোমাঞ্চকর হবে। তবে ফরাসি ক্লাব পিএসজির এমন নাটকীয় প্রত্যাবর্তনের গল্প চ্যাম্পিয়ন্স লিগের বুধবার (২২ জানুয়ারি) রাতটিকে স্মরণীয় করে রাখবে।
প্যারিসের পার্ক দে প্রিন্সেসে ম্যানচেস্টার সিটির বিপক্ষে শুরুতে দুই গোল হজম করেও দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে লুইস এনরিকের দল। ৪-২ গোলের এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের অবস্থান আরও মজবুত করলো পিএসজি।
ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোলের সুযোগ সৃষ্টি করেছিল। কিন্তু কার্যকর ফিনিশিংয়ের অভাবে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দল দুটি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই শুরু হয় গোলের উৎসব। ম্যাচের ৫০তম মিনিটে ম্যানচেস্টার সিটিকে এগিয়ে নেন বদলি খেলোয়াড় জ্যাক গ্রিলিশ। এরপর তিন মিনিট পর আরেকটি গোল করেন আরলিং হলান্ড। গ্রিলিশের কাটব্যাক থেকে ছয় গজ বক্সে বল পেয়ে প্রথম স্পর্শে গোল করেন নরওয়েজিয়ান স্ট্রাইকার।
৫৬ মিনিটে বারকোলার পাস থেকে উসমান দেম্বেলে পিএসজির হয়ে প্রথম গোলটি করেন। চার মিনিট পর আবার বারকোলা গোল করে সমতায় ফেরান দলকে।
এরপর ৭৮তম মিনিটে ভিতিনিয়ার ফ্রি-কিক থেকে দুর্দান্ত হেডে গোল করেন পর্তুগিজ তরুণ রুবেন নেভেস। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বদলি খেলোয়াড় গাককালো রামোস গোল করে পিএসজির জয় নিশ্চিত করেন। যদিও প্রথমে অফসাইড ধরা হয়েছিল, কিন্তু ভিএআরের সিদ্ধান্তে গোল বৈধতা পায়।
৭ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে পিএসজি উঠে এসেছে টেবিলের ২২ নম্বরে। অন্যদিকে, ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ২৫ নম্বরে রয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।
সিটি হারলেও আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল জয় তুলে নিয়েছে। ডিনামো জাগ্রেবকে ৩-০ গোলে হারিয়েছে আর্তেতার দল। আর্সেনালের পক্ষে গোল করেছেন ডেক্লান রাইস, কাই হাভার্টজ, এবং মার্টিন ওডেগার্ড। ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান করছে গানাররা।