Logo
Logo
×

খেলা

টি-টোয়েন্টি সিরিজে বাজে শুরু বাংলাদেশের, ৮ উইকেটের পরাজয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০১:৩৩ পিএম

টি-টোয়েন্টি সিরিজে বাজে শুরু বাংলাদেশের, ৮ উইকেটের পরাজয়

ছবি : সংগৃহীত

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই হারে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়লো নিগার সুলতানার দল।  

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে লাল-সবুজের দল।  নাহিদা আক্তার জ্যোতি খেলেন দুর্দান্ত এক ইনিংস, ৫ চার ও ২ ছক্কায় মাত্র ৫৩ বলে করেন অপরাজিত ৫৩ রান। শারমিন আক্তার সুপ্তা ৪১ বলে ৩৭ রান করে দলের স্কোর বোর্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।  

তবে অন্য ব্যাটাররা তেমন সাহায্য করতে না পারায় আরও বড় স্কোর গড়া সম্ভব হয়নি।  

১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ও মিডল অর্ডার ব্যাটাররা চমৎকার পারফর্ম করেন। অধিনায়ক হেইলি ম্যাথুজ ৭টি চারের সাহায্যে ৫৪ বলে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলেন। দিয়ান্দ্রা ডটিন মাত্র ২২ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন, যেখানে ছিল বেশ কয়েকটি বড় শট।  

ওপেনার কিয়ানা জোসেফ ২১ বলে ২৯ রানের ইনিংস খেলে দলের জয়ের ভিত্তি গড়ে দেন।  

১৬.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ, আর বাংলাদেশ নারী দলের একমাত্র উইকেট শিকারি ছিলেন ফাহিমা খাতুন, যিনি দুটি উইকেট নেন।  

পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ

প্রথম ম্যাচে হারলেও টাইগ্রেসদের সামনে এখনো সিরিজ জয়ের সুযোগ রয়েছে। তবে পরবর্তী ম্যাচে ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগে আরও দৃঢ় পারফর্ম করতে হবে।  

বাংলাদেশ নারী দল কি সিরিজে ঘুরে দাঁড়াতে পারবে, নাকি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আগেভাগেই নিশ্চিত করবে, সেটাই এখন দেখার বিষয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন