Logo
Logo
×

খেলা

কনমেবল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনা ও ব্রাজিলের জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৫ পিএম

কনমেবল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনা ও ব্রাজিলের জয়

ছবি : সংগৃহীত

কনমেবল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে চিলিকে ২-১ গোলে হারিয়ে জয় পেয়েছে আর্জেন্টিনা, আর ১০ জনের দল নিয়েও উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয় তুলে নিয়েছে ব্রাজিল।

ভেনেজুয়েলার কারাকাসের অলিম্পিকো স্টেডিয়ামে চূড়ান্ত পর্বের প্রথম ম্যাচে চিলির মুখোমুখি হয় আর্জেন্টিনা। ম্যাচের ৩৫ মিনিটে উইঙ্গার ইয়ান সুবিয়াব্রের গোলে এগিয়ে যায় আর্জেন্টাইন যুবারা। এরপর ৪২ মিনিটে ফরোয়ার্ড অগাস্তিন রুবের্তো ব্যবধান দ্বিগুণ করেন। চিলি দ্বিতীয়ার্ধে এক গোল শোধ করলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তে যুবারা।

অন্যদিকে, কারাকাসেই উরুগুয়ের বিপক্ষে প্রথমার্ধে গোলের দেখা পায়নি ব্রাজিল। ৫৭ মিনিটে উরুগুয়ের রাইট উইঙ্গার আলেহান্দ্রো সেভেরোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলের লেফটব্যাক আর্থুর দিয়াস, ফলে ১০ জনের দলে পরিণত হয় সেলেসাও যুবারা। তবুও, ৭৪ মিনিটে ফরোয়ার্ড পেদ্রোর একমাত্র গোলে জয় নিশ্চিত করে ব্রাজিল।

এই দুই দলের দারুণ শুরু আসরে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে!

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন