Logo
Logo
×

খেলা

আবারও পাকিস্তানকে নিষিদ্ধ করল ফিফা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪২ পিএম

আবারও পাকিস্তানকে নিষিদ্ধ করল ফিফা

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলে আরেক দফা ধাক্কা খেল পাকিস্তান! ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা ফের নিষিদ্ধ করেছে পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ)। ২০১৭ সালের পর এ নিয়ে তৃতীয়বারের মতো এমন শাস্তির মুখে পড়ল দেশটির ফুটবল প্রশাসন।

বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, পিএফএফ তাদের গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংশোধন আনতে ব্যর্থ হয়েছে, যা গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে সহায়ক হতো। ফলে তাৎক্ষণিকভাবে তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ফিফার বিবৃতিতে বলা হয়, “পিএফএফ কংগ্রেস যদি সংশোধিত সংবিধান অনুমোদন দেয়, তাহলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।”

পিএফএফের স্বাভাবিককরণ কমিটির চেয়ারম্যান হারুন মালিক জানিয়েছেন, ফিফা পিএফএফের সংবিধান আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে চেয়েছিল, তবে কংগ্রেসের নব-নির্বাচিত সদস্যরা এতে সম্মত হয়নি।

নিষেধাজ্ঞার ফলে পাকিস্তানের কোনো ফুটবল দল আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না এবং ফিফার কাছ থেকে কোনো ধরনের সহায়তাও পাবে না। ফলে দেশটির ফুটবলের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়ল।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন