Logo
Logo
×

খেলা

পাকিস্তানকে হারিয়ে সেমির পথে ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩০ পিএম

পাকিস্তানকে হারিয়ে সেমির পথে ভারত

ছবি : সংগৃহীত

ভারত ও পাকিস্তানের লড়াই এখন মাঠের বাইরে থাকলেও, মাঠে ভারতের একচেটিয়া আধিপত্যই চলতে থাকে। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সেমিফাইনালে এক পা রেখেছে রোহিত শর্মার দল। পাকিস্তান কাগজে-কলমে থাকলেও, তাদের বিদায়ের সম্ভাবনা এখন প্রবল।

দুবাইতে সোমবার (২৩ ফেব্রুয়ারি) টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে পাকিস্তান ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪১ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন সৌদ শাকিল। তবে, ভারত যখন ব্যাট করতে নামে, তারা ৪২.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্য পূরণ করে ফেলে। বিরাট কোহলি অপরাজিত সেঞ্চুরি করেন, ১১১ বল খেলে ১০০ রান করে।

ভারত ২৪২ রানের লক্ষ্য তাড়াতে নেমে উড়ন্ত শুরু করে। রোহিত শর্মা ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন, তবে ১৫ বল খেলে ২০ রান করে তিনি ফিরে যান। শুবমান গিলও ছিলেন আগ্রাসী, তার ব্যাটে আসে ৫২ বল ৪৬ রান।

তবে, বিরাট কোহলি ছিলেন অনবদ্য। তিনি ১১১ বলের মোকাবেলায় ১০০ রানে অপরাজিত থাকেন। শ্রেয়াস আইয়ার ৬৭ বল ৫৬ রান করে তাকে সঙ্গ দেন।

এর আগে, পাকিস্তান শুরু করেছিল বাবর আজমের দৃঢ় ব্যাটিংয়ে। তবে, ২৩ রান করে তিনি হার্দিক পান্ডিয়ার বলে ফিরলে পাকিস্তান শুরুর ধাক্কা খায়। বাবর ফেরার পর ইমাম উল হকও দ্রুত ফিরে যান।

সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান ১০৪ রানের পার্টনারশিপ গড়ে পাকিস্তানকে কিছুটা লড়াইয়ে ফিরিয়ে আনেন, তবে রিজওয়ান ৪৬ রানে আউট হন। শাকিল তার ফিফটির পর গতি বাড়ানোর চেষ্টা করেন, ৭৬ বল ৬২ রান করেন। এরপর তায়িব তাহির ও সালমান আলি আগা দ্রুত ফিরলে পাকিস্তান আবারও চাপে পড়ে।

শেষদিকে খুশদিল শাহ ও নাসিম শাহ ৩৯ ও ১৬ রান করে দলের সংগ্রহ কিছুটা বাড়ান। কিন্তু তা যথেষ্ট ছিল না, এবং ভারত সহজেই জয় তুলে নেয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন