Logo
Logo
×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন শেষ বাংলাদেশের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৩ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন শেষ বাংলাদেশের

ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ভালো শুরু করলেও মিডল অর্ডারের ব্যর্থতায় পথ হারায় টাইগাররা। অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের দায়িত্বহীন ব্যাটিং দলকে চাপের মুখে ফেলে। তবে নাজমুল হোসেন শান্তর ফিফটিতে লড়াইয়ের মতো সংগ্রহ গড়ে বাংলাদেশ।

অল্প রান নিয়ে বোলাররা দুর্দান্ত শুরু করলেও তা ধরে রাখতে ব্যর্থ হন। তাসকিন আহমেদ ও নাহিদ রানার শুরুটা দারুণ ছিল, তবে মিডল ওভারে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি অন্য বোলাররা। ফলে সহজ জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

রাওয়ালপিন্ডিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেন নাজমুল হোসেন শান্ত, আর জাকের আলি যোগ করেন ৪৫ রান। নিউজিল্যান্ডের হয়ে মাইকেল ব্রেসওয়েল ২৬ রানে ৪ উইকেট শিকার করেন। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে রাচিন রাবীন্দ্রের অনবদ্য ১১২ রানের ইনিংসে ভর করে ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে কিউইরা।

টানা দুই হারে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল বাংলাদেশ। ম্যাচ শেষে ব্রডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে অধিনায়ক শান্ত বলেন, "আমরা ভালো শুরু করেছিলাম, কিন্তু মাঝের ওভারে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে বসি। যে কারণে পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করতে পারিনি। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল, আমাদের বড় পার্টনারশিপ প্রয়োজন ছিল।"

তিনি আরও বলেন, "নাহিদ রানার বোলিং দারুণ লেগেছে, তার পারফরম্যান্সে খুশি। শেষ দুই বছরে আমাদের বোলিং ইউনিট ভালো করছে। পাকিস্তানের বিপক্ষে পরবর্তী ম্যাচটি গুরুত্বপূর্ণ হবে, সেটি ভালোভাবে শেষ করতে চাই। ব্যাটিং ও ফিল্ডিংয়ে উন্নতি করাটাই এখন মূল লক্ষ্য।"

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন