Logo
Logo
×

খেলা

ইব্রাহিম জাদরানের ঐতিহাসিক ইনিংসে আফগানিস্তানের বড় সংগ্রহ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৭ পিএম

ইব্রাহিম জাদরানের ঐতিহাসিক ইনিংসে আফগানিস্তানের বড় সংগ্রহ

ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে আলোচনায় এসেছিলেন ইংল্যান্ডের বেন ডাকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে সেই নজির গড়েছিলেন তিনি। তবে তার রেকর্ড দীর্ঘদিন স্থায়ী হয়নি। ইংল্যান্ডের বিপক্ষেই ১৪৬ বলে ১৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে নতুন ইতিহাস গড়লেন আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম জাদরান। তার অসাধারণ ব্যাটিংয়ে ভর করে ৭ উইকেটে ৩২৫ রানের বড় পুঁজি পেয়েছে আফগানিস্তান।

প্রথম ম্যাচের হার, জয়ের সন্ধানে দুই দল

নিজেদের প্রথম ম্যাচে হেরে কিছুটা চাপে ছিল ইংল্যান্ড ও আফগানিস্তান। টুর্নামেন্টে টিকে থাকতে দুই দলের সামনেই জয়ের বিকল্প ছিল না। এমন পরিস্থিতিতে লাহোরে মুখোমুখি হয় দুই দল।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। দলীয় ৩৬ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। তবে চতুর্থ উইকেটে হাশমতউল্লাহ শাহিদি এবং পরবর্তীতে মোহাম্মদ নবির দুর্দান্ত সঙ্গ পেয়ে দলের হাল ধরেন ইব্রাহিম জাদরান।

ব্যক্তিগত রেকর্ড ভেঙে নতুন মাইলফলক

অভিনব এই ইনিংস খেলার মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড নিজের করে নিলেন জাদরান। একই সঙ্গে আফগানিস্তানের হয়ে ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডটাও নিজের করে নিয়েছেন তিনি। এর আগে ২০২২ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে করা ১৬২ রান ছিল তার সর্বোচ্চ স্কোর।

এছাড়া পাকিস্তানের মাটিতে ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের তালিকায় সেরা চারে উঠে এসেছেন জাদরান। তার এই মহাকাব্যিক ইনিংস আফগানিস্তানের জন্য বড় আত্মবিশ্বাস এনে দিয়েছে, যা টুর্নামেন্টের পরবর্তী লড়াইয়ে দলটিকে এগিয়ে রাখবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন