Logo
Logo
×

খেলা

ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেন মুশফিকুর রহিম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১১:০১ এএম

ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেন মুশফিকুর রহিম

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে ফর্মের কারণে তীব্র সমালোচনার মুখে থাকা মুশফিকুর রহিম অবশেষে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বুধবার (৫ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ৩৭ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটার আনুষ্ঠানিকভাবে একদিনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা জানান।

এর আগে ২০২২ সালে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মুশফিক। এবার ওয়ানডে থেকেও অবসর নিলেন, ফলে এখন থেকে তিনি কেবল টেস্ট ক্রিকেটেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

ফেসবুক পোস্টে মুশফিক লিখেছেন- "আজ আমি ওয়ানডে ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। যদিও বৈশ্বিকভাবে চিন্তা করলে আমাদের অর্জন সীমিত হতে পারে, তবে এ কথা নিশ্চিত যে, যখনই আমি আমার দেশের জন্য মাঠে নামতাম, আমি নিষ্ঠা ও সততার সঙ্গে শতভাগের বেশি দিয়ে খেলতাম।"

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের ব্যর্থতা ও দলের হতাশাজনক পারফরম্যান্সের দিকেও ইঙ্গিত করে মুশফিক লিখেছেন- "গত কয়েক সপ্তাহ আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল এবং আমি উপলব্ধি করেছি যে এটাই আমার ভাগ্য।"

এছাড়া তিনি পবিত্র কুরআনের একটি আয়াত উদ্ধৃত করে লিখেছেন- "আল্লাহ কুরআনে বলেছেন: ‘‘তিনি যাকে ইচ্ছা সম্মান দেন এবং যাকে ইচ্ছা অপমান করেন।’’ (সুরা আল ইমরান, ৩:২৬)। মহান আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সকলকে সঠিক ঈমান দান করুন।"

সবশেষে তিনি পরিবার, বন্ধু এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন- "তোমাদের সমর্থন ছাড়া এই ১৯ বছরের ক্রিকেট ক্যারিয়ার সম্ভব হতো না।"

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচেই গোল্ডেন ডাকের শিকার হন মুশফিক। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ৫ বলে মাত্র ২ রান। ব্যাটিং ব্যর্থতার কারণে সমালোচনার মুখে পড়েন তিনি। তবে আরও বেশি সমালোচনার শিকার হওয়ার আগেই নিজেই ওয়ানডে থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন মুশফিক।

দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ার

২০০৬ সালে ওয়ানডে অভিষেকের পর ১৯ বছরের ক্যারিয়ারে মুশফিক খেলেছেন ২৭৪টি ওয়ানডে ম্যাচ।

রান করেছেন ৭,৭৯৫

ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস: ১৪৪ রান

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য এই ব্যাটার ওয়ানডে থেকে বিদায় নিলেও, টেস্ট ফরম্যাটে এখনও জাতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন