Logo
Logo
×

খেলা

গোল শূন্য প্রথমার্ধ শেষে ‘লম্বা সময়’ বিরতিতে কোপার ফাইনাল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৯:১০ এএম

গোল শূন্য প্রথমার্ধ শেষে ‘লম্বা সময়’ বিরতিতে কোপার ফাইনাল

কোপা আমেরিকার ফাইনালের প্রথমার্ধে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। ছবি: রয়টার্স

কয়েক দফা পেছানোর পর নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ৮০ মিনিট পর মাঠে গড়ায় কোপা আমেরিকার ফাইনাল। ম্যাচের প্রথমার্ধে চরম উত্তেজনা দেখা গেলেও গোলের দেখা পায়নি কোনো দলই। এই সময়ে আর্জেন্টিনার তুলনায় কলম্বিয়া বেশি আক্রমণ করে, কিন্তু সেভাবে সফলতা পায়নি তারা।

ম্যাচটির শুরু থেকেই মানসিকভাবে পিছিয়ে ছিল আর্জেন্টাইনরা। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের মা, আলেহান্দ্রো গার্নাচোর ভাইসহ একাধিক খেলোয়াড়ের স্বজনরা আটকে ছিলেন উগ্রপন্থী কলম্বিয়ান সমর্থকদের মধ্যে। খেলা শুরুর আগে নিজের মাকে নিরাপদে স্টেডিয়ামে নিয়ে আসতে লকাররুম ছেড়ে বেরিয়ে আসেন ম্যাক অ্যালিস্টার। এমন বিপর্যস্ত আর্জেন্টিনার ওপর চড়াও হতেও সময় নেয়নি কলম্বিয়া।

ম্যাচে আলবিসেলেস্তেদের ভাগ্যটা অবশ্য ভালোই বলতে হবে। জন কর্দোবার শট সপ্তম মিনিটে ফিরে আসে গোলবার থেকে। এরপরও অবশ্য হাল ছাড়েনি কলম্বিয়া। পুরো ৪৫ মিনিটেই দাপট ছিল তাদের। একের পর এক শট নিয়েছে আর্জেন্টিনার গোলমুখে। এমি মার্টিনেজ অন্তত ৩ বার দলকে নিশ্চিত গোলের হাত থেকে রক্ষা করেছেন।

বিপরীতে মেসি-ডি মারিয়ারা খুব একটা সুযোগ পায়নি। অন টার্গেট শট ছিল কেবল একটিই। এরমধ্যেও শঙ্কা ছিল কলম্বিয়ার ‘শারীরিক ফুটবলের’ কারণে। আনহেল ডি মারিয়া, লিসান্দ্রো মার্টিনেজরা কড়া ফাউলের মুখে পড়েছেন। ম্যাচের ৩৭ মিনিটে কড়া ট্যাকেলের শিকার হয়ে মাঠের বাইরে চলে যেতে হয় লিওনেল মেসিকে। খানিক পরেই মাঠে ফিরে এলেও মেসির গোড়ালিতে আঘাতের প্রভাব ছিল স্পষ্ট। সবমিলিয়ে প্রথমার্ধে কঠিন সময় গেছে তাদের জন্য।

সোমবার (১৫ জুলাই) মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ম্যাচটি শেষ পর্যন্ত মাঠে গড়ায় ৭টা ২০ মিনিটের পর। ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের আগে গেট খুলে দেয়ার পর স্টেডিয়ামে উচ্ছৃঙ্খল কলম্বিয়ান ভক্তদের তোপের মুখে পড়েন হার্ড রক স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা।

কলম্বিয়ান অধ্যুষিত সেই অঞ্চলের অনেকেই ফাইনালের ভেন্যুতে প্রবেশের চেষ্টা চালান। ফলে তৈরি হয় এক বিশৃঙ্খল পরিবেশ। স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা বাধ্য হন টিকিটবিহীন কলম্বিয়ান ভক্তদের ওপর চড়াও হতে। শেষ পর্যন্ত প্রায় ৮০ মিনিট পেছায় ম্যাচটি।

এদিকে ম্যাচটিতে বেড়েছে বিরতির সময়ও। আগে ম্যাচগুলোর প্রথমার্ধ শেষ হলে বিরতি দেয়া হতো ১৫ মিনিটের। কিন্তু কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনালে বিরতি দেয়া হচ্ছে ২৫ মিনিটের। এর মূল কারণ জমজমাট এই ফাইনাল দেখতে মাঠে উপস্থিত দর্শকদের জন্য গান গাইবেন শাকিরা। ম্যাচের মাঝবিরতিতে ২০ মিনিট গান গাইবেন কলম্বিয়ার এই তারকা শিল্পী। তাই প্রথমার্ধ শেষে দেয়া হচ্ছে ২৫ মিনিটের বিরতি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন