কমলা হ্যারিস প্রেসিডেন্ট হলে ইসরায়েলের অস্তিত্ব শেষ হয়ে যাবে: ডোনাল্ড ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৬ পিএম
ছবি : সংগৃহীত
আসন্ন মার্কিন নির্বাচনে কমলা প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইসরায়েলের অস্তিত্ব শেষ হয়ে যাবে বলে দাবি করেছেন রিপাবলিকান মনোনীত প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) নেভাদার লাস ভেগাসে ইহুদি দাতাদের সম্বোধন করে ট্রাম্প বলেন, হ্যারিস প্রেসিডেন্ট হিসাবে ইসরাইলকে সম্পূর্ণ পরিত্যাগ করবেন এবং পবিত্র ভূমি থেকে ইহুদিদের তাড়িয়ে দেয়ার জন্য সন্ত্রাসী বাহিনীর যুদ্ধ চালাবেন।
রিপাবলিকান ইহুদি জোটের কাছে একটি ভাষণে ট্রাম্প বলেন, তিনি রাষ্ট্রপতি হলে আপনাকে পরিত্যাগ করা হবে এবং আমি মনে করি আপনাদের কাছে এটি ব্যাখ্যা করতে হবে। কারণ তারা কী নিয়ে যাচ্ছেন তা তাদের কোনো ধারণা নেই।
ট্রাম্প বলেন, কমলা হ্যারিস গাজাসহ সন্ত্রাস-আক্রান্ত এলাকা থেকে শরণার্থীদের নিষিদ্ধ করবেন। হামাসপন্থী যারা সরকারি সম্পত্তি ভাংচুর করে তাদের গ্রেপ্তার করবেন এবং দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলে ইহুদি বিরোধী প্রচার ছড়ানো বিশ্ববিদ্যালয়গুলোর জন্য অর্থায়ন ও স্বীকৃতি বাতিল করবেন।
গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদে এই বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো কেঁপে উঠেছিল। ইসরায়েলি নীতির বৈধ সমালোচনাকে নীরব করার জন্য ধর্মান্ধতার অভিযোগে ইহুদিবিরোধী দাবির সঙ্গে পাল্টা দাবির সূচনা করেছিল।
ট্রাম্প দাবি করেছিলেন, তিনি প্রেসিডেন্ট হলে হামাসের গত বছরের ৭ অক্টোবরের ইসরায়েলের ওপর হামলা ঘটত না। তিনি দাবি করেছিলেন অন্য কোনো মার্কিন প্রেসিডেন্টের তুলনায় ইসরায়েলের জন্য বেশি কাজ করেছেন ট্রাম্প। তিনি দাবি করেন, ৫০ শতাংশ ইহুদি জনগণ এই লোকদের ভোট দিচ্ছে, যারা ইসরাইলকে ঘৃণা করে এবং ইহুদিদের পছন্দ করে না। তিনি বলেন, তারা কেন ভোট দিচ্ছে? তারা কিভাবে বিদ্যমান?
ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায়, হ্যারিসের প্রচারণার মুখপাত্র মরগান ফিঙ্কেলস্টেইন বলেন, ভাইস প্রেসিডেন্ট কমলা ইহুদি বিরোধীতার বিরুদ্ধে অবিচলভাবে দাঁড়িয়েছেন। তিনি ইহুদি জনগণের জন্য নিরাপদ, গণতান্ত্রিক আবাসভূমি হিসাবে ইসরায়েল রাষ্ট্রের আজীবন সমর্থক। ফিঙ্কেলস্টেইন আরো বলেন, ট্রাম্পের ইহুদি জনগণকে অবজ্ঞা করার এবং শ্বেতাঙ্গ আধিপত্যবাদী এবং হলোকাস্ট অস্বীকারকারী নিক ফুয়েন্তেসের সঙ্গে একটি ব্যক্তিগত নৈশভোজসহ অতি ডান ব্যক্তিদের সঙ্গে মেলামেশার ইতিহাস রয়েছে।
কমলা হ্যারিস মূলত প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থনের প্রতিনিধি করেছেন। গাজায় ইসরায়েলি বাহিনীর দ্বারা ব্যবহৃত অস্ত্রের চালান বন্ধ করার জন্য তার দলের প্রগতিশীল শাখার চাপকে প্রতিহত করেছেন তিনি। ডেমোক্র্যাটিক মনোনীত প্রার্থী কমলা হ্যারিস অবশ্য এক বিবৃতিতে ফিলিস্তিনিদের দুর্দশার ওপর বেশি জোর দিয়ে বলেছেন তিনি গাজার দুর্দশা সম্পর্কে চুপ থাকবেন না এবং যুদ্ধে অনেক"নিরীহ বেসামরিক লোক নিহত হয়েছে।