Logo
Logo
×

আন্তর্জাতিক

নাইজেরিয়ার বন্যায় কারাগার থেকে পালিয়ে গেছে প্রায় ৩০০ বন্দি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৭ পিএম

নাইজেরিয়ার বন্যায় কারাগার থেকে পালিয়ে গেছে প্রায় ৩০০ বন্দি

নাইজেরিয়ার বন্যায় কারাগার থেকে পালিয়ে গেছে প্রায় ৩০০ বন্দি

নাইজেরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলে ভয়াবহ বন্যার ফলে মাইদুগুরির একটি কারাগারের দেয়াল ধসে পড়েছে, আর এর ফলে প্রায় ৩০০ বন্দি পালিয়ে গেছে। রবিবার (১৬ সেপ্টেম্বর) কারা কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় ২৮১ জন বন্দি পালিয়ে যাওয়ার খবর এসেছে।

নাইজেরিয়া সংশোধনমূলক পরিষেবার মুখপাত্র ওমর আবুবাকার বলেছেন, নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে পলাতক বন্দিদের মধ্যে ৭ জনকে আটক করতে সক্ষম হয়েছে, আর বাকিদের উদ্ধারে তারা কাজ করছে। মাইদুগুরি বোর্নো রাজ্যের রাজধানী এবং এই অঞ্চলের পরিস্থিতি বর্তমানে খুবই উদ্বেগজনক।

গত সপ্তাহের শুরুতে, এই অঞ্চলটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়ে। ভারী বৃষ্টির কারণে শুরু হওয়া বন্যায় রাষ্ট্রীয় মালিকানাধীন একটি চিড়িয়াখানাও ভেসে গেছে, যেখানে কুমির ও সাপ পানিতে ভেসে যেতে দেখা গেছে।

এছাড়া, জরুরি সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে এবং এক মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

এই সংকটের মধ্যে, বন্দিদের পালিয়ে যাওয়া দেশের নিরাপত্তার জন্য এক নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। পরিস্থিতি নিয়ে স্থানীয় জনগণের মধ্যে ভীতি ও উদ্বেগ বেড়ে গেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন