Logo
Logo
×

আন্তর্জাতিক

৭৫ বছরের মধ্যে শক্তিশালী ঝড়ের কবলে চীন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪০ পিএম

৭৫ বছরের মধ্যে শক্তিশালী ঝড়ের কবলে চীন

৭৫ বছরের মধ্যে শক্তিশালী ঝড়ের কবলে চীন

চীনের বাণিজ্যিক অঞ্চল সাংহাইতে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘বেবিনকা’। স্থানীয় সময় সোমবার (১৬ সেপ্টেম্বর) এ ঝড়টি আঘাত হানে। বেবিনকাকে বলা হচ্ছে ১৯৪৯ সালের পর সবচেয়ে শক্তিশালী ঝড়।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঘণ্টায় ১৫১ কিলোমিটার গতিতে ঝড়টি আঘাত হেনেছে। এর আগে, ১৯৪৯ সালে টাইফুন ‘গ্লোরিয়া’ এমন তীব্র শক্তি নিয়ে আঘাত হেনেছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, বেবিনকার আঘাতে সাংহাই শহরে অন্তত আড়াই কোটি মানুষের বড় একটা অংশ বেশ দুর্ভোগে পড়েছেন। সরিয়ে নেওয়া হয়েছে মহানগর এলাকার হাজার হাজার বাসিন্দাকে। রোববার রাত থেকেই শহরটির দুটি বিমানবন্দরের ফ্লাইট চলাচল বাতিল করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে শহরে বেশ কিছু রেলওয়ে সেবাও। এছাড়া টাইফুন বেবিনকার কারণে রিসোর্ট, পার্ক, চিড়িয়াখানাসহ বন্ধ রয়েছে ফেরি চলাচলও।

বেবিনকা এরই মধ্যে জাপান ও ফিলিপাইনের মধ্য ও দক্ষিণাঞ্চলীয় অংশ অতিক্রম করেছে। এটি এখন উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং জিয়াংসু, ঝেজিয়াং ও আনহুই প্রদেশগুলোতে ভারী বৃষ্টিপাত ও প্রবল বাতাস সৃষ্টি করতে পারে বলে জানিয়েছে চীনের আবহাওয়া অফিস।

উল্লেখ্য, গেল সপ্তাহে চীনের হাইনান প্রদেশে শক্তিশালীর দিক দিকে ক্যাটাগরি ৪ এর সুপার টাইফুন ‘ইয়াগি’ আঘাত হানার পর এবার সাংহাইতে টাইফুন আঘাত হানল। বিশ্লেষকেরা বলছেন, সাংহাইতে সরাসরি শক্তিশালী টাইফুনের আঘাত হানা খুবই দুর্লভ বিষয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন