Logo
Logo
×

আন্তর্জাতিক

নেতানিয়াহুর সমালোচনায় হতাশ যুক্তরাষ্ট্র

Icon

প্রকাশ: ২১ জুন ২০২৪, ০৬:৩৫ পিএম

নেতানিয়াহুর সমালোচনায় হতাশ যুক্তরাষ্ট্র

নেতানিয়াহুর সমালোচনায় হতাশ যুক্তরাষ্ট্র

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশকে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ করার বিষয়ে সম্প্রতি যে সমালোচনা করেছেন তাতে অসন্তুষ্টি প্রকাশ করেছে হোয়াইট হাউজ। একই সঙ্গে নেতানিয়াহুর বিবৃতির নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (২১ জুন) যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পর্ষদের মুখপাত্র জন কিরবি গণমাধ্যমকে এসব কথা বলেন। খবর ডেইলি সাবাহর।

জন কিরবি বলেন, ‘ওই মন্তব্যগুলো ছিল অত্যন্ত হতাশাব্যঞ্জক এবং আমরা যে পরিমাণ সমর্থন তাদের দিয়েছি এবং দেব তার প্রেক্ষাপটে এটা ছিল অত্যন্ত বিরক্তিকর বিবৃতি।’

তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার অসন্তুষ্টির কথা সরাসরি ইসরাইলকে জানিয়েছে। আমার মনে হয় ওই ভিডিওতে দেয়া বিবৃতি এবং বিবৃতির শুদ্ধতা সম্পর্কে আমরা আমাদের হতাশার কথা নানান মাধ্যমে ইসরাইলকে যথেষ্ট পরিস্কার করে জানিয়েছি।

তিনি আরো বলেন, এই ধারণা যে আত্মরক্ষা ব্যাপারে ইসরাইলকে সাহায্য করা আমরা কোনোভাবে বন্ধ করে দিয়েছি, তা কোনো মতেই ঠিক নয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন