রাশিয়া-ইউক্রেনের মধ্যে ২০০ বন্দিবিনিময়
সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রায় ২০০ জন বন্দিবিনিময় হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন শুক্রবার একটি চুক্তির আওতায় উভয় দেশ পরস্পরের ৯৫ জন করে যুদ্ধবন্দিকে মুক্তি দিয়েছে। খবর: আরব নিউজের।
টেলিগ্রাম মেসেজিং অ্যাপের একটি পোস্টে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যাবর্তনকারী রুশ সেনাদের স্বাস্থ্য পরিক্ষার জন্য রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ইউক্রেনীয় কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
যুদ্ধবন্দিদের নিয়ে কাজ করা রাশিয়ার একটি বেসামরিক সংস্থা বলছে, তারা মুক্তি পাওয়া রুশ সেনাদের একটি তালিকা প্রকাশ করেছে এবং বলেছে- যারা মুক্তি পেয়েছেন তাদের বেশিরভাগই কুর্স্ক অঞ্চলে বন্দি হয়েছিলেন।
রাশিয়ার ওই অঞ্চলটিতে ইউক্রেনীয় বাহিনী আগস্টে একটি অভিযান চালাতে গিয়ে অনুপ্রবেশ করেছিল। ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার কুরস্কে র কিছু এলাকা এখনো দখল করে রেখেছে, যদিও রাশিয়ার সামরিক বাহিনী বলেছে যে তাদের বাহিনী দখলকৃত অঞ্চলটি মুক্ত করেছে।
এর আগে গত সেপ্টেম্বরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শতাধিক বন্দিবিনিময় হয়েছিল। ইউক্রেনের যুদ্ধবন্দীদের স্বার্থ দেখভাল করা রাষ্ট্রীয় সংস্থা বলছে, রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় সামরিক অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত দু'দেশের মধ্যে ৫৭বার বন্দিবিনিময় হয়েছে।