প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইরান ও রাশিয়ার নতুন চুক্তি স্বাক্ষর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৬:৫৬ পিএম
প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইরান ও রাশিয়ার নতুন চুক্তি স্বাক্ষর
প্রতিরক্ষা সহযোগিতা ব্যাপক বৃদ্ধির লক্ষ্যে নতুন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে ইরান ও রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার, এই তথ্য জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, দুই দেশই জানিয়েছে, চুক্তি সইয়ের খুব কাছাকাছি রয়েছে তারা। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ জানান, দুই দেশের প্রতিরক্ষা স্বার্থকে গুরুত্ব দিয়ে হচ্ছে এই চুক্তি। তার দাবি, বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে নতুন চুক্তি।
তিনি আরও বলেন, কৌশলগত সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির লক্ষ্যে রাশিয়া-ইরানের মধ্যে যে চুক্তি হতে যাচ্ছে তা দুই দেশের সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠবে। অতিদ্রুত এই চুক্তি স্বাক্ষরের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। এর ফলে, আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার স্বার্থে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো হবে।
এর আগে, গত সেপ্টেম্বরে রাশিয়া সফরে গিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান, সেসময় তিনি জানায়, পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলায় রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করবে দেশটি।