মস্কোতে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৬:১০ পিএম
মস্কোতে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা
রোববার মস্কোর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে অন্তত ৩৪টি ড্রোন ছুড়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। এতে এখন পর্যন্ত অন্তত একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার রাজধানী মস্কোতে বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার মস্কোতে ৩৪টি ড্রোন ছুড়েছে ইউক্রেন; যা যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত রাশিয়ার রাজধানীতে ইউক্রেনের চালানো বৃহত্তম হামলা। ইউক্রেনের সামরিক বাহিনীর এই হামলার কারণে মস্কোমুখী বিমানের কয়েক ডজন ফ্লাইট আশপাশের তিনটি শহরে অবতরণে বাধ্য হয়েছে। হামলায় কোনও প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, একই দিনে পশ্চিম রাশিয়ার অন্যান্য অঞ্চলে মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে আরও অন্তত ৩৬টি ড্রোন ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রুশ ফেডারেশনের ভূখণ্ডে বিমান-ধাঁচের ড্রোন ব্যবহার করে কিয়েভের ক্ষমতাসীন শাসকগোষ্ঠীর সন্ত্রাসী হামলার প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।
রাশিয়ার সরকারি বিমান পরিবহন সংস্থা বলেছে, রোববার কিছু সময়ের জন্য ডোমোদেডোভো, শেরেমেতিয়েভো এবং ঝুকভস্কির বিমানবন্দরগুলো থেকে কমপক্ষে ৩৬টি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে এসব বিমানবন্দরে বিমানের উড্ডয়ন-অবতরণ কাজ পুনরায় শুরু হয়েছে। মস্কো অঞ্চলে একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।