মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে সাঁড়াশি অভিযান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৯:২৯ পিএম
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে সাঁড়াশি অভিযান
অবৈধ অভিবাসীদের ধরতে মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান চালাচ্ছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। রাজধানী কুয়ালালামপুরসহ অন্যান্য প্রদেশে প্রতিদিন চলছে ধরপাকড়। অভিযানে শত শত অবৈধ অভিবাসীকে গ্রেফতার বা আটক করা হচ্ছে।
দেশটির ইমিগ্রেশন বিভাগ জানায়, মালয়েশিয়ায় কোনোভাবেই অবৈধ অভিবাসীদের থাকতে দেয়া হবে না। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে এসব অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত যেতে হবে। অন্যথায় কঠোর ব্যবস্থা নেবে সরকার।
ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, ২০২২ সালে অবৈধভাবে থাকা বিদেশি অভিবাসীদের বৈধ করতে রিক্যালিব্রেশন ২.০ প্রকল্প হাতে নেয় দেশটি। এই প্রকল্পের মাধ্যমে নিবন্ধন করে অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ দেয়া হয়। এরপর দফায় দফায় ওই প্রকল্পের মেয়াদও বাড়ানো হয়। সর্বশেষ চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত যারা বৈধ হতে পারেনি তারা গ্রেফতার আতঙ্কে রয়েছেন।
দেশটির বৈধকরণ কর্মসূচির রিক্যালিব্রেশন তালিকায় বাংলাদেশ বরাবরই শীর্ষে থাকে। গত বছরের ৩১ ডিসেম্বর কর্মসূচির শেষ ধাপে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৪ লাখেরও বেশি শ্রমিক নিবন্ধন করে বলে জানিয়েছে মালয়েশিয়ার সরকার। তবে নানা জটিলতায় অনেক অবৈধ বাংলাদেশি এই প্রকল্পের সুযোগ নিতে পারেনি।
এরপর শ্রমিকদের বৈধ হওয়ার সুযোগ দিতে কূটনৈতিক তৎপরতা চলে। শেষমেষ দেশটির সরকার বৈধকরণের একটি বিশেষ প্রোগ্রাম শুরু করে। সেই প্রোগ্রামে ১৫০০ রিঙ্গিত দিয়ে কোম্পানির মাধ্যমে ৩১ মার্চের মধ্যে নিবন্ধিত হওয়ার সুযোগ পান।
এর পাশাপাশি চলতি বছরের ১ মার্চ থেকে শুরু হয় অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি (পিআরএম)। এ কর্মসূচির মাধ্যমে অবৈধ অভিবাসীদের দেশে চলে যাওয়ার আহ্বান জানায় দেশটির সরকার। ১ মার্চ থেকে শুরু হওয়া এই প্রত্যাবাসন কর্মসূচির মাধ্যমে স্বেচ্ছায় ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিজ দেশে ফিরতে পারবেন অভিবাসীরা।
বেঁধে দেয়া এই সময়ের মধ্যেও অবৈধ অভিবাসীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। বৈধ পারমিট ছাড়া কাজ করা বা ভ্রমণ ভিসা নেই এমন বিদেশিদের ধরতে দেশটির হটস্পটগুলোতে অভিযান চালানো হচ্ছে। এতে প্রতিদিনই বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের নাগরিকরা আটক হচ্ছেন।
এর ফলে দেশটিতে অবৈধভাবে অবস্থান করা বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নানা জটিলতায় প্রায় ১ লাখেরও বেশি বাংলাদেশি দেশে ফিরতে পারে। রেমিট্যান্সে এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইমিগ্রেশন বিভাগ জানায়, প্রত্যাবাসন কর্মসূচির অধীনে চলতি বছরের ৯ জুন পর্যন্ত ৭০ হাজার ৩৭৯ জন অবৈধ অভিবাসী নিজ দেশে ফিরতে নিবন্ধন করেছেন। এদের মধ্যে ৬১ হাজার ৫৪ জন নিজ দেশে ফিরেছেন। তবে এর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি।