Logo
Logo
×

আন্তর্জাতিক

সিরিয়ায় বিমান হামলা, হিজবুল্লাহর সিনিয়র কমান্ডারকে হত্যা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০১:১১ পিএম

সিরিয়ায় বিমান হামলা, হিজবুল্লাহর সিনিয়র কমান্ডারকে হত্যা

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক বিমান হামলায় ইসরায়েলি সামরিক বাহিনী সিরিয়ায় হিজবুল্লাহর একজন সিনিয়র কমান্ডারকে হত্যা করেছে। তিনি ২০০৭ সালে ইরাকে মার্কিন সেনাদের ওপর হামলার পরিকল্পনা করতে সহায়তা করেছিলেন বলে জানা গেছে।

মার্কিন সংবাদমাধ্যম এ দাবি করেছে বলে শনিবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে আলজাজিরা জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় নিহত আলী মুসা দাকদুক মার্কিন সেনাদের ওপর কারবালার অভিযানে প্রধান ভূমিকা পালন করেছিলেন।

যেখানে আমেরিকান নিরাপত্তা দলের ছদ্মবেশে যোদ্ধারা একটি ঘাঁটিতে প্রবেশ করে গুলি চালিয়ে পাঁচ মার্কিন সেনাকে হত্যা করেছিল।

ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা এনবিসিকে বলেছেন, কখন বা কোথায় সিরিয়ায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় বা এটি বিশেষভাবে দাকদুককে লক্ষ্য করেছে কিনা, তাও স্পষ্ট নয়।

জানা যায়, দাকদুক মার্কিন বাহিনীর হাতে ধরা পড়েছিল কিন্তু পরে বাগদাদ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর ইরাকি সরকার তাকে ছেড়ে দেয়।

গত সেপ্টেম্বর থেকে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলার পাশাপাশি সিরিয়াতেও আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। বৈরুতে ইসরায়েলের অব্যাহত হামলার মুখে অনেক হিজবুল্লাহ যোদ্ধা সিরিয়াতে আশ্রয় নিয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন