শেখ হাসিনাই বাংলাদেশের ‘বৈধ’ প্রধানমন্ত্রী: শুভেন্দু অধিকারী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৯ পিএম
শেখ হাসিনাই বাংলাদেশের ‘বৈধ’ প্রধানমন্ত্রী: শুভেন্দু অধিকারী
শেখ হাসিনাই বাংলাদেশের ‘বৈধ’ প্রধানমন্ত্রী বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, অন্তর্বর্তী সরকার ‘অবৈধ’। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই শাহজালাল বিমানবন্দরে নামবে এবং তাকে স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে।
বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক সীমান্তে একটি সনাতনী সংগঠনের কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন।
সেখানে গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যটির বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, আমরা বাংলাদেশ ‘সৃষ্টি’ করেছি। আমাদের ১৭ হাজার সেনা আত্মবলিদান দিয়েছে। আমরা বঙ্গবন্ধু মুজিবুর রহমান, দলাই লামাকে সুরক্ষা দিয়েছি।
তিনি বলেনন, শেখ হাসিনা ওয়াজেদকে ক্ষমতা থেকে সরাতে গেলে আরেকটা ভোটের মাধ্যমে সরাতে হবে। বর্তমানে সে দেশে যেটা আছে, সেটা অবৈধ কেয়ারটেকার। আমার বিশ্বাস আমেরিকাসহ মানবতাবাদী দেশগুলো এগিয়ে এসে এই অবৈধ সরকারকে উৎখাত করবে।
বাংলাদেশে অন্তর্বর্তী সরকারকে আইসিস, তালেবান ও হামাসের আরেকটি সংস্করণ বলেও দাবি করেন বিজেপির এ নেতা।