Logo
Logo
×

আন্তর্জাতিক

সৌদি আরবে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৫ পিএম

সৌদি আরবে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

সৌদি আরবের নিরাপত্তাবাহিনী দেশজুড়ে সম্প্রতি একটি ব্যাপক অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে। গত এক সপ্তাহে, ৫ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে এই অভিযান পরিচালিত হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে জানানো হয়, এই অভিযানে ১৯ হাজার ৮৩১ জন প্রবাসীকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা সৌদি আরবের আবাসন, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ হাজার ৩৫৮ জনকে আবাসন আইন লঙ্ঘনের জন্য, ৪ হাজার ৯৯৪ জনকে সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন করার জন্য এবং ৩ হাজার ৪৭৯ জনকে শ্রম আইন লঙ্ঘনের কারণে আটক করা হয়েছে। এই অভিযানে সৌদি আরবের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথভাবে অংশ নিয়েছে।

অভিযানের সময়, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করায় ১ হাজার ৩০৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ইথিওপিয়ান নাগরিকদের সংখ্যা সবচেয়ে বেশি, যা মোট গ্রেপ্তারকৃতদের ৬০ শতাংশ, আর ইয়েমেনি নাগরিকদের সংখ্যা ৩৮ শতাংশ। অন্যান্য দেশের ২ শতাংশ নাগরিকও গ্রেপ্তার হয়েছেন। অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় আরও ১৭৩ জন প্রবাসীকে আটক করা হয়েছে।

এছাড়া, যারা আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের আশ্রয় ও পরিবহন সেবা দিয়েছিল, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। ২৫ জন সৌদি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে, যারা অবৈধ প্রবাসীদের আশ্রয় ও সহায়তা দিয়েছিল।

বর্তমানে সৌদি আরবে প্রায় ২৭ হাজার ৫৪০ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। এর মধ্যে ২৪ হাজার ১৮০ জন পুরুষ এবং ২ হাজার ৭৩০ জন নারী। গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে ১৯ হাজার ২৫৮ জনকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে ৯ হাজার ৮৯৩ জন প্রবাসীকে সৌদি আরব থেকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি আরবের আইন অনুযায়ী, অবৈধভাবে সীমান্ত পার হতে সহায়তা করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বারবার সতর্কবার্তা দিয়েছে এবং বলেছে, দেশের নিরাপত্তা বজায় রাখতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে।

সৌদি আরবে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস, যাদের মধ্যে লাখ লাখ প্রবাসী শ্রমিক রয়েছেন। সৌদি আরবের সরকার নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে, এবং স্থানীয় গণমাধ্যমও এই ধরনের অভিযানগুলোর বিস্তারিত প্রকাশ করে থাকে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন