Logo
Logo
×

আন্তর্জাতিক

কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্তে নিহত অন্তত ৪০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৮ পিএম

কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্তে নিহত অন্তত ৪০

আজারবাইজানের রাজধানী বাকু থেকে ৬৭ জন আরোহী নিয়ে যাত্রা করা একটি যাত্রীবাহী উড়োজাহাজ কাজাখস্তানে বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ৪০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, আর ২৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কাজাখ কর্তৃপক্ষ।

বুধবার কাজাখস্তানের আকতাউ শহরের নিকটবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় একটি ভিডিওতে দেখা যায়, বিমানটি ভূমিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় এবং কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে। আহত যাত্রীদের বিমানটির অক্ষত অংশে আটকে থাকতে দেখা গেছে। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।

কাজাখস্তানের জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং তিন শিশুসহ জীবিত ২৭ জনকে হাসপাতালে পাঠায়।

আজারবাইজান এয়ারলাইন্সের মতে, বিধ্বস্ত হওয়া এমব্রেয়ার ১৯০ মডেলের জে২-৮২৪৩ ফ্লাইটটি বাকু থেকে রাশিয়ার চেচনিয়া প্রদেশের গ্রোজনি শহরের উদ্দেশে রওনা হয়েছিল। তবে ঘন কুয়াশার কারণে গ্রোজনি বিমানবন্দরে অবতরণ সম্ভব না হওয়ায় আকতাউয়ের নিকটবর্তী স্থানে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

রাশিয়ার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিমান দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে কারিগরি ত্রুটি কিংবা পাখির আঘাতের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, পাখির আঘাতের পর পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।

উড়োজাহাজ দুর্ঘটনার পর আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ রাশিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে গেছেন। তার এদিন রাশিয়ায় একটি শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন