রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৫০ পিএম
ছবি : সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আগামী ১৭ জানুয়ারি মস্কো সফরে যাচ্ছেন। এই সফরে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিভিন্ন সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করবেন। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়।
ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া মার্কিনবিরোধী দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করার কৌশল গ্রহণ করেছে। এর মধ্যে উত্তর কোরিয়া এবং ইরান গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উঠে এসেছে।
গত অক্টোবর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ উল্লেখ করেন, মস্কো এবং তেহরানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে, যা দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
এদিকে, গত সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র অভিযোগ করে, ইরান রাশিয়াকে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে, যা রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করছে। তবে তেহরান এই অভিযোগ বারবার অস্বীকার করেছে।